পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नदष र्न था।] বিগল अछारड शहै८ङ •ां८ञ्चन नाहे । cशौड़कांश्र्नेिौ 8ළුම් তথ্য জড়িত হইয়া রহিয়াছে। সেকালের কেবল ইহাই নহে,--গৌড়ীয় মুদ্রার সহিত মুসলমান-সমাজে বোগদাদের খলিফার প্রাধান্ত দিল্লীর মুদ্রার একটি উল্লেখযোগ্য পার্থক্য দেখিতে পাওয়া যায়। রৌপ্যমুদ্র প্রথমে .প্রচারিত হইয়াছিল। • তখনও টঙ্কার মূল্য ৬৪ পয়সা নিৰ্দ্ধারিত ছিল। মিনহাজ লিখিয়া গিয়াছেন,—মুসলমানগণের পূৰ্ব্বে আমাদের দেশে কোনরূপ মুদ্র প্রচলিত ছিল না ! + বঙ্গদেশের বিপুল বাণিজ্য মুদ্রার অভাবে কিরূপে পরিচালিত হইত ; দিল্লীর পূৰ্ব্বে লক্ষ্মণাবতী নগরেই বা কিরূপে রৌপ্যমুদ্রা সৰ্ব্বাগ্রে মুদ্রিত হইয়াছিল, তাহার তথ্যানু: সন্ধানে ব্যাপৃত হইলে, মিনহাজের উক্তিতে আস্থা স্থাপন করিতে সাহস হয় না। মিনহাজ মুদ্রাশন্ধে রৌপ্যমুদ্রার প্রতি লক্ষ্য করিয়া থাকিলে, তাহার উক্তির সহিত তৎকাল প্রচলিত অবস্থার সামঞ্জস্ত রক্ষিত হইতে পারে । সুবর্ণমুদ্র বহু পুরাকাল হইতে প্রচলিত ছিল, বাণিজ্যে তাছাই ব্যবহৃত হইত। হিজরী ৬১৬ সাল, সুলতান ঘিয়tশ্বন্দীনেব শাসন সময়েব একটী স্মরণীয় সংবৎসর । এই বৎসরেও তিনি কিছু কাল দিল্লীশ্বর আলতমাসের নাম মুদ্রায় মুদ্রিত করিয়া, অবশেষে আপনাকে "মুলতান বিরামুদ্দীন নাসিরআমির-উল-মমিনিন" নামে প্রচারিত করিয়াছিলেন । ইহার সহিত একটি ঐতিহাসিক লক্ষ্মণাবতী প্রদেশেই * প্রবল ছিল,—তিনিই সমগ্র মুসলমান ধৰ্ম্মরাজ্যের একছত্র সম্রাটু বলিয়া পরিচিত ছিলেন। ঘিয়ামুদ্দীন তাহার নিকট হইতে সনদ ও উপাধি গ্রহণ বুলি সৰ্ব্বতোভাবে স্বাধীন ভূপতিরূপে আত্মপ্রতিষ্ঠা লাভ করিবার জন্ত লালায়িত হইয়া উঠিয়াছিলেন । হিজরী ৬২০ সালে ঘিয়ামুদ্দীন সত্য সত্যই তাহ লাভ করায়, পরবর্তীকালে দিল্লীশ্বরকেও বোগদাদ হইতে এই উপাধি আনয়ন করিতে হইয়াছিল! এইরূপে স্বাধীনতা অবলম্বন করায়, মুলতান ঘিয়ামুদ্দীনের সর্বনাশ সংঘটিত হইবার স্বত্রপাত হয়। দিল্লীশ্বর আলৰ্তমাস হিজরী ৬২২ সালে লক্ষ্মণাবতী অবরোধ করেন। থিয়ামুদ্দীন তখন রাজধানীতে উপস্থিত ছিলেন না । তিনি সংবাদ পাইয়া রাজধানীর দিকে অগ্রসর হইয়াও রাজধানী রক্ষা করিতে পারিলেন না । সুতরাং তাহাকে বাধ্য হইয়া সন্ধিসংস্থাপন করিয়া রাজধানী রক্ষা করিতে হইল। গৌড়ীয় মুসলমান রাজধানীর প্রথম প্রতিষ্ঠা এইরূপে যে সমরকলহে বিপৰ্য্যস্ত হইয়াছিল, তাহাই উত্তরকালে গেীভুনগরীর অপরিহার্য্য সাধারণ দুশ্চিন্তার কারণ হইয়া উঠিয়াছিল। গৌড়ের ভাগ্যে দীর্ঘকালের শান্তিমুখ উপস্থিত হইতে পারে নাই –নগরদ্বারে নিয়ত সমর

  • One of the most instructive facts disclosed by these few piçes is, that the rloh and comparatively undisturbed territory of Bengal fel! the want of a supply of silver "oney long before a similar demand arosc in the harassed provinces of the NorthWest—Thomas' initial coinage of Bengal, Part II, J. A. S. B.o. o
  • On the first conquest of Bengal by the Muslims, they found no metallic or other circulating media of exchange except that supplied by cowries.—Ibid.