পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেই। যখনি কোলে বীণাটি তুলে, গাহিতে চাহি গান বীণার তীরে, বাজিয়! ওঠে একটি শুধু নাম । যখনি মোর, জানালা খুলে গগনপানে চাই g নীলাম্বরে, তাহারি অঁাখি দেখিতে শুধু পাই। 頓 সজল মেম্ব ভাসে নিবিড় কালো, অলক তার কেবলি মনে আসে। মাধবীরাতে পূর্ণিমাতে জোছনা যবে ফোটে রঙিন তার & ওড়নাথানি আঁখিতে জেগে ওঠে। • কাহারে যদি, ডাকিতে চাই ; তাহারি নাম ধরি চমকি উঠি, ' * * নীরব ছষ্ট সরমে প্রাণে মরি। * নিশীথে যবে, • সাধন করে - আলস চোখে আনি স্বপনে প্রাঞ্জে,• জাগে গো তার বিমল মুখখানি ।