পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86Եթ অসংযত অঙ্গুরাগ, কতকটা সেইভাবে তিনি পদাঙ্কনারায়ণকে বক্ষে চাপিয়া ধরিয়াছিলেন । অভয়ানন্দ গিরি একটু আগে যে মহানুভবের অনন্তসাধারণ, মানসিক দৃঢ়তায় বিষ্মিত হইয়াছিলেন, তাহারই • সুকুমার হৃদরের এইরূপ কুহম-ক্টোমলত্ত্বায় আশ্চৰ্য্য হইলেন। কিন্তু কল্যাণপণ্ডার সেই লিষম পরীক্ষার সময় ইহা আদৌ ভাল লাগিতেছিল না । তিনি অলক্ষ্যে উঠিয়া গিয়া অবিলম্বে শত অশ্বারোহী সৈম্ভের অগ্রে অস্তৰ্হিত হইলেন । এ দিকে কুমার পদাঙ্কনারায়ণ ও অধীব হইয়া উঠিতেছিলেন । প্রতি মুহূৰ্ত্ত তার কাছে এক একটা যুগ ৰলিয়া মনে হইতেছিল। দাদা মহাশয়ের ততটা মোহ তিনি করিতেছিলেন না । বলিলেন— - ও কি দাদামশায়, এই বুঝি তোমার আমাকে ছেলে বেলার মত আদর করার সময় ? ছড়ি, ছাড় ! তেওয়ারির কাছে আমি প্রতি শ্ৰুত হয়ে এসেছি—তিন চারি দণ্ডের ভিতল ফিরিব।” কল্যাণপণ্ডাকে উদ্দেশ করিয়া বাজপুত্ৰ কহিলেন “পগুীমশায়, আমায় একটা ঘোড়া আiনাষ্টয়া দিন,-- আর সঙ্গে একদল সশস্ত্র ঘোড়সওয়াব निन !” পওtষ্ট্রর শূন্ত আসনের প্রতি তখন সকলের দৃষ্টি পড়িল। দাসমহাশয় বুঝিলেন, সেই কর্তব্যনিষ্ঠ-সদাজাগ্রত রাজপুরুষ পরামর্শে কালক্ষ সে বস্থায় মারাত্মক স্থির করির স্বয়ং সসৈন্তে বাহির হইয়া পড়িয়াছেন। হাসিয়া পন্থকে বলিলেন—“কল্যাণ ও তোরই মত পাগল । ইহারই ভিতর সে অৰ্দ্ধেক পথ পার হইরা গিয়াছে। কিন্তু এত স্বরার কোন দরকার ছিল না। তুই কি তোর ঠানদিদিকে পছু নয় বঙ্গদর্শন। . [ ৭ম বর্ষ, পৌষ, ১৩১৪ চিনিস্নে ভাই ? বাঘিনীকে পিন্ধয়ায় পোর কি এতই সহজ ?” -

  • छ् ।। ८डांमांज्ञ आमांद्र कां८झ् बांचिन्नैौ

বলে কি ছবৃত্ত পাঠান সেনার সামনেও তাই ! না দাদামশাই! পরের কাছ তুমি যেমন বোঝ, নিজের বেলায় তার কিছুই বোঝ না । আমার আর ধরে রেগে না ! আমি না গেলে দুই জনের কাছে মিথ্যাবাদী হব।-তেওয়ারির কাছে, আর – নাতিকে • বাধা দিয়া দাদামহাশয় জিজ্ঞাসা করিলেন, মার কার কuছরে ভাই ? জলে বাপ দেবার আগে তুই ত তোর ঠানদিদির সঙ্গে দেখা করিস্নি ? তা হলে কি আর এমন পাগলামি করতে পারতিস ?” কিছু অপ্রস্থতভাবে রাজকুমার বলিলেন— “কেন, আর আমার ঘোড়া চন্দ্রচূড়ের কাছে ! তাকে বলে এসেছি, যতক্ষণ আমি না আসি, সে যেন নদীতীর থেকে না নড়ে ।” এমন লাল-সুলভ সারল্য ও বিশ্বস্তভাবে কথা কয়টি উচ্চারিত হইল যে দাসমহাশয় এবং অভয়ানন্দ গিরি তৃtহাতে একযোগে উচ্চহস্ত না করিয়া থাকিতে পরিলেন না । শিবা প্রসন্ন তাহার স্নেহ-ভূজপূক্ষন আরও নিবিড় করিয়া তুলিলেন ।—নহিলে পন্থ পলাইবে নিশ্চয় ! • . পদাঙ্কনারায়ণের ইহাতে রাগ অভিমান इंद्देहे शहेण । ब्रांtश्रृंब cफ़रब अछिमांनफैॉब মাত্রাই বেশী। একটু একটু অম্বিরে বলিলেন--রাগ করেনি দাদা মশাই, কিন্তু আমার বেলায় তোমার কাজে কথায় ঠিক थां८क ना । कछवांच्च प्रवि निषिटा cष *ि** ৰখা অভ্যাস হতে দিতে নেই। এই *ে