পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 বঙ্গদর্শন। { ৭ম বর্ষ, বৈশাখ, ১৩১৪ অর্থাৎ সপত্নীপীড়ন প্রতিপাদিত হইতেছে বলিয়া ৪। আমি এই সপত্নীর নাম পর্যন্ত উচ্চা ইহার দেবতা ‘সপত্নীবাধন’ ! * রণ করি না, সপত্নীজনের উপর কেহ প্রত দ্বিতীয় সুক্তে পুলোমতনয় শচী নিজেরই হয় না, আমি সপত্নীকে দূর হইতে আরও স্তুতি করিয়াছেন, অতএব তিনিই দেবতা, দুরে পাঠাইয়াদিই—(স্বামীর নিকট হইতে डिनिहे९दि fि . 娥 অত্যন্ত বিযুক্ত করি ) । - নিম্নে সুক্তদুইটির অনুবাদ প্রদান কবি- , ৫ । হে ওষধি, আমি সপত্নীকে অভিভব তেছি— ‘ করিতে পারি, তুমিও তাহাকে অভিভব করিতে . . - পার ; আমরা দুইজনে বলবতী হইয়া,সপত্নীকে প্রথম সূক্ত। o অভিভব করি । ১ । যাহা দ্বারা সপত্নীকে বাধা দেওয়া ৬ । হে পতি, এই , সপত্নীর অভিভবযায়, যাহা দ্বারা পতিকে অসাধারণভাবে লাভ কারিণী ওষধিকে, তোমার উপধান (বালিশ ) করা যায়, আমি সেই অতিবীৰ্য্যবর্তী লতারূপ করিতেছি, সেই অভিভবকারিণী ওষধিদ্বার ঔষধিকে খনন করিতেছি। আমি তোমাকে চতুর্দিকে ধারণ করিতেছি— ২ । হে ওষধি, তোমার পত্রগুলি উত্তান আলিঙ্গন করিতেছি ; $ যেমন গেী বংসের হইয়া রহিয়াছে, তুমি সৌভাগ্যলাভের উপায়- প্রতি, অথবা যেমন জল নিমপথে বেগে ধাবিত স্বরূপ, তুমি দেবকর্তৃক প্রেরিত হইয়াছ, তুমি হয়, সেইরূপ তোমার মন আমার প্রতি ধাবিত বলবতী,তুমি আমার সপত্নীকে দূর কর, এবং হউক। " & পতিকে কেবল আমারই করিয়া দাও । " দ্বিতীয় সূক্ত। sè ৩। হে ওষধি, তুমি উৎকৃষ্ট, তোমার ১ । এই যে স্বৰ্য্য উদিত হইয়াছেন, ইহা প্রসাদে আমিও যেন উৎকৃষ্ট হই, উংকৃষ্ট আমার সৌভাগই উদিত ইয়াছে; তাহ স্ত্রীলোক হইতেও যেন আমি উৎকৃষ্টতর হই ; আনি জানিয়াছি (অথবা, আমি পতিকে লাভ আর আমার যে সপত্নী আছে, সে যেন কুরিয়াছি , আমি সপত্নীকে অভিভৰ করিয়া, নিকৃষ্ট হইতেও নিকৃষ্টতরা হয়। . পতিকে ও অভিভব করিয়াছি।

  • ”ইমামিত্রাণুপনিষৎ সপত্নাবাধনমূ—“কাত্যায়নকৃত সৰ্ব্বাইক্রম ! - + “পেলোৰী স্বান গুণাংবত্র সপস্থানাং প্রশংসতি।” বৃহদেবতl,:৬২

"ড়দলে।” স্বস্য পেলোমী শচী নাম মুনি: স্মৃত: জাৰ্ধানুক্রমণ, ৮২ ৫ জাপস্তম্ব এই ওষধি পাঠ" নামে উল্লেখ করিয়াছেন। 蟾 * - আপস্তম্বগৃহ্যস্বত্র, ৯৫ $ আপস্তম্বগৃহ্যস্বত্র, ১৬ দ্রষ্টব্য। . ৭ অনুদিত হুক্তটি মুল এইরূপ— "ইমাং ধপাম্যাবধি বীরধং বলবত্তমান। যর সপঞ্জাং ৰাধতে বল্প সংবিদতে পতিম ৷ ১ ৷ উত্তনপর্ণে স্বভগে দেৰঙ্গুতে সহস্থতি । সপত্নীং মে পরা ধম পতিং মে কেৰলং কুর । ২ ॥