পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वजनर्जन । [ ৭ম বৰ, মাঘ, ১৩১৪ ত্বর ত অর্ধেক পথে চির নিদ্রামুগ্ধ হয়ে রবে ; হুৰ্ব্বল রমণী-হাতে এ আদর্শ নষ্টজ্যোতি হবে, তার পরে সর্ব পগু,—এত চেষ্ট লুইবে ধুলার ভবিষ্যের বালুচরে চিকু মাত্র রবে নাকে হায় ! স্বধাই হে রাজী তোমা’—যশে করি’ পতিত্বে বরণ, বহুল স্বকাৰ্য্য সম করিলেও সস্তান-অর্জন নারী জন্ম হবে কি সার্থক ? পাবেন কি রাষ্ট্ৰী তাহে প্রেম শাস্তি, সন্তান সন্ততি—সৰ্ব্ব নারী যাহা চাহে ?” ক্রমশ ঐনরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য্য । কাব্যের উপভোগ। +>కాషా<• কাব্যের স্থূলতঃ দুই রকম উপভোগ আছে। এক, জড়িত উপভোগ আর এক প্রবুদ্ধ উপভোগ। জড়িত উপভোগ আমি তাকেই বলছি, যে উপভোগ কাব্যের ভাবটা ধরবার জন্ত উংস্থক নয়, একটা আনন্দ পেলেই হোল । সে আনন্দের উৎপত্তি কোথায় – বা সে কি প্রকারের আনন্দ তাও সে জানে না । সে একরকম নিশ্চেষ্ট্র, তন্ত্ৰাবিজড়িত উপভোগ – Rotfærs tzw. passive enjoyment বলে। প্রবুদ্ধ উপভোগ হচ্ছে কায্যের অর্থ বুঝে উপভোগ। সেই কাব্যের ভাব বুঝে, সেটাকে অনুমোদন করে', সেই কাব্যের মধ্যে আপনাকে অনুভব করে"; তার মধ্যে আনন্দের উৎস কোথা ওঁ আবিষ্কার করে’, যে উপভোগ, –( wtrę Rotfærs active enjoyment বলা যেতে পারে) তাকেই আমি প্রবুদ্ধ * উপভোগ বলছি । এই দ্বিতীয় রকম উপভোে সমালোচনায় স্থষ্টি । * Shakespeareg; afişşfqf q-qa złąx ইংলণ্ডের রঙ্গমঞ্চে অভিনীত হয়েছিল, শ্ৰোতৃবর্গ একবকম মোটাধরণের আনন্দ পেয়েছিল । কিন্তু জৰ্ম্মাণ সমালোচকের যখন বুঝিয়ে দিলেন যে Shakespeareএর নাটকাবলী কি অপুৰ্ব্ব সৌন্দর্ঘ্যে উদ্ভাসিত, তখন ইংলন্তে একটা প্রবুদ্ধ উপভোগ ( intelligent appreciảtion.) trol 1 . জয়দেবের গীতগোবিন্দ পড়তে অনেকের বেশ ভালো লাগে। পাঠক “ললিতলবঙ্গলতা", কি “বদলি যদি কিঞ্চিদপি" ইত্যাদি পড়েই তার ছন্দোমাধুর্য্যে এত অভিভূত হন, ৰে •তার অর্থ পরিগ্রহ সম্বন্ধে একরকম উদাসীন হয়েন। এই উপভোগ প্রথমোক্ত শ্রেণীর উপভোগ । দ্বিতীয়োক্ত শ্রেণীর পাঠক, অর্থাৎ প্রবুদ্ধ পাঠক, তার অর্থ খুঁজবেন ও তাতে উচ্চ বা মধুর অর্থের অভাব জয়ন্তৰ করে হতাশা একটা দীর্ষনিঃশ্বাস ফেলবেন।