পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৬১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লুকান ব্যথা । তোমরা দেখনি মোর অন্তরের ব্যথা— কত দুঃখ জেগে আছে অস্তরের মাঝ~ বিষাদের ঘনচ্ছায়া—মৰ্ম্মকাতরতা— তোমরা দেখেছ শুধু বাহিরের সাজ। রয়েছে সদাই বুঝি আনন্দে বিভোর— গোপন অস্তুরতলে ঘন অন্ধকার ঘেরিয়া রয়েছে সদা, হিয়া জর জর ! দেখাতে চাহিনা খুলি অন্তরের দ্বার রহিয়াছি সদা তাই আনন্দের ভাণে— কি জানি যদি বা এই বেদনা মামার বেদন জাগায়ে তোলে আর কারো প্রাণে— লুকায়ে রেখেছি তাই হৃদয়ের ভার— ভরিয়াছি বিশ্ব তাই সুখভরা গানে ! শ্ৰীবসন্তকুমার দাস প্রতীক্ষা । من اینکه یک تهران ع তুমি গেছ নিৰ্ব্বাসনে বিধির বিপাকে, তা বলে রাজ্য তব র"বে নাথ হীন হে রাজেন্দ্ৰ ! প্রজাপুঞ্জ তোমারি অধীন, তোমার চরণপদ্মপুত পাদুকাকে, রেখেছে তোমার শূন্য স্বর্ণ সিংহাসনে রাজ অভিজ্ঞান মানি ; রয়েছে চাহিয় দীর্ঘ রাজপথপানে ব্যাকুল নয়নে । t কবে কোন স্বপ্রভাতে তোমারে লইয়া— আসিবে সোণার রথ, কনককিরণে আসে যথা,দিবালোক নিশা অবসানে । তোমার আহবানগীতি গাহিছে সকলে আবালবনিতাবুদ্ধ, যেন শোনে কানে রথচক্ৰধ্বনি তব, হ্যে তুরঙ্গের, * ভূর্যের গভীর নাদ, স্বরুল শখের । . -