পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৬১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নূতন করিত-চুম্ব ! প্রকাশিত হইয়াছে। সুকবি ੋਂ দত্ত-প্রণীত । হেীমশিখা ৷ - পরিণত মনের উপভোগের সামগ্রী। বঙ্গসাহিত্যে সম্পূর্ণ নূতন। ছাপা কাগৰ উৎকৃষ্ট । মুল্য এক টাকা। 鱼 সত্যেন্দ্র বাবুর বেণু ও বীণা। এই পুস্থ বিবিধ বিষয়ের ৮২টি গীতিকবিতায় সম্পূর্ণ। সৰ্ব্বত্র প্রশংসিত। ছাপু কাগজ উৎকৃষ্ট। ঘু ১\ এক টাকা। - "শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর বলেন—“তুমি যে কাব্য সাহিত্যে আপনার পথ কাটিয়া লইতে পারিকেতোমার এই প্রথম গ্রন্থেই তাছার পরিচয় পাওয়া যায়।” to শ্ৰীযুক্ত জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বলেন—“আপনার “বেণু ও বীণা’ পাঠ করিয়া অনেকদিনের পর একটু খাটি কবিত্ব রস উপভোগ করিলাম।” “বঙ্গবাসী" বলেন-"ভাবে, ভাষায়, অলঙ্কারে, ছন্দে, ঝঙ্কারে, কবির অস্তদৃষ্টির পরিচয় এ গ্রন্থে পদে পদে।” p বঙ্গীয় গদ্যের গৌরবস্থল স্বগীয় অক্ষয়কুমার দত্ত প্রণীত । প্রাচীন হিন্দুদিগের সমুদ্র যাত্রা ও বাণিজ্য বিস্তার। অক্ষয় কুমারের কনিষ্ঠ পুত্র স্বৰ্য নীনাথ দত্ত সম্পাদিত ; মূলা-১- পাচ সিকা । অনেকদিনের পর আবার প্রকাশিত হইল; ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়। প্রথম ভাগ 聯 發 曾 !. মূল্য ২ টাকা। দ্বিতীয় ভাগ (স্বর্গীয় গ্রন্থকারের স্বনীর হাফুট্রোন্‌ চিত্র সহ) মূল্য ৩০ টাকা। উপরোক্ত পুস্তক সমূহ ৩০নং কর্ণওয়ালিস ষ্ট্রট সংস্কৃত প্রেস ডিপজিটরী, ২•নং কর্ণওয়ালিস ট্রীট মজুমদার লাইব্রেরী এবং ২০১নং কর্ণওয়ালিস ষ্ট্রীট গুরুদাস বাবুর দোকানে পাওয়া যায়।