পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৬৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খাশ সংখ্যা । ] তালীবনের গুরিতে। ৬২৩ _ーマー 島 বহিত, .কেই दाँ বুনন.কে ༢༥ ཀནཱ་ করিতেছে । . . . . " § পূর্বের কথামত পুরোহিতরা আমার,জন্য অপেক্ষা করিতেছিলেন; তাহারা আমাকে অন্ধকার সমৃদ্ধ মন্দিরের গভীরদেশে লইয়া গেলেন। আমার সম্মুখে, একটা গুরুভার তাম্র-দ্বার উৎঘাটিত হইল; উহাই মন্দিরের গুপ্ত অংশ। প্রথমে একটা দালান, তাহার দুই ধারে সারি সারি কৃষ্ণবর্ণ দেবমূৰ্ত্তি, গুহা গহ্বরের মত সমস্ত স্কন্ধকারে আচ্ছন্ন,→তাহার পরেই বিমল আলোকচ্ছটা, “স্বর্ণপদ্ম সরোবর” নামে একটি পবিত্র পুষ্করিণী;—মুক্ত আকাশতলে, একটি চতুষ্কোণ গভীর জলাশয়; নামিবার জন্য চারিধারে পাথরের সিড়ি; জলাশয়ের চারিদিকে শোভন-সুন্দর স্তম্ভশ্রেণী চলিয়া গিয়াছে; কতকগুলি খিলান মণ্ডপ খোদাই-কাজকরা ও কতকগুলি খিলান মণ্ডপ পবিত্র গম্ভীর বর্ণে রঞ্জিত; আর সারি সারি ঢাকা-বারাণ্ডা; এই বারাণ্ডাগুলি ব্রাহ্মণদিগের গুপ্ত বিচরণভূমি। এই বন্ধ বেরের একটা দিক সুশীতল নীল ছায়ায় এখনও পরিস্নাত; অন্য দিক্, সূর্যের উদরে ইহারই মধ্যে পাটল-রাগে,— প্রাভাতিক সিন্মুররাগে রঞ্জিত হইয়ুছে । এই সরোবরের চতুর্দিকম্ব সারি সারি বারাওtদালনের মাথা ছাড়াইয়া, উৰ্দ্ধে রক্তিম মন্দিরচুড়াগুলি সমুখিত –সকল স্থান হইত্বেই এই চুড়াগুলি দেখা যাইতেছে ; এই চুড়াগুলি हिडित्र कृषषांप्न ७ बिलुिद्र डेफ़डांब अकश्डि হইয়া দীপ্তি পাইতেছে এবং প্রত্যেক চুড়ার চুরিধারে পাখীর কাৰুে কাকে উড়িয়া বেড়াইতেছে। আর একটি সোনার গম্বুজও ৰিক মিক্‌ করিতেছে-মন্দিরের যে স্থানটি সৰ্ব্বtপেক্ষা পবিত্র ও সৰ্ব্বাপেক্ষ রহস্তময়, যেখানে यामि ¢कांन ठेश्रोtग्रहे थtदर्भलांड कब्रिएड *ब्रि नाई-७३ *बूछछि डांशब्रहे भाषीब অধিষ্ঠিত। অপূৰ্ব্ব সরোবরং ‘ন্সিন্ত যেন মূৰ্ত্তিমতী! তীরস্থ কঠোর ও বিরাট দৃশ্বের মধ্যে এইসরোবরের জল যেন মৃত বলিয়ামনে হয়— উহাতে একটি রেখামাত্র নাই। চতুর্দিকের স্তম্ভশ্রেণী, জলের উপর প্রতিবিম্বিত, দ্বিগুণিত, দীর্ঘীকৃত, ও বিপৰ্য্যস্ত ভাবে দেখা যাইতেছে। এই “স্বর্ণপদ্ম-সরোবর",—এই তপন-তারা জলদরাজির দর্পণ—যাহা বিরাট মন্দিরের হৃদয়দেশে প্রচ্ছন্নভাবে অবস্থিত—-এইখানে এমন একটি শান্তির ভাব সৰ্ব্বত্র ওতপ্রেতি হইয়া রহিয়াছে ষে তাহা বাক্যের দ্বারা ব্যক্ত করা যায় না, এই সমস্ত খিলান-মণ্ডপের গোলোকধাঁধার মধ্যে, কোন পথ দিয়া, পুরোহিতেরা যে আমাকে লইয়া গেলেন, তাহ বুঝিবার চেষ্টা করা বৃথা। যতই আমি অগ্রসর হইতে লাগিলাম, ততই যেন-সমস্ত আমার নিকট অতিভারাক্রান্ত ও অতিমামুৰিক বলিয়া মনে হইতে লাগিল ;—সমস্ত মন্দিৰু উত্তরোত্তর আব্রও ਾਂ প্রকাও পাথরের চাকুলায় গঠিত। বিংশতি বাহুবিশিষ্ট দেবতা, ৰিচিত্র অঙ্গভঙ্গীবিশিষ্ট দেবতা—এই সমস্ত অসংখ্য বিরাট দেবমূৰ্ত্তি ছায়ন্ধিকারের মধ্যে সারি সারি কতই যে চলিয়াছে তাহার শেষ নাই-তাহার কোন শৃঙ্খলাও নাই। আমি उशव्र मषादिब्रा চলিয়াছি। যেন স্বপ্নে অতিকায় দৈত্যদের রাজ্যের মধ্যদিয়— ভানকের রাজ্যের মধ্যদিয়া চলিয়াছি। চারি দিকেই অন্ধকা, এবং আমাদের পদক্ষেপে