পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৬৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাদশ সংখ্যা। ], "পর দিকে, ব্যবসায়ে বণিজ্যে গৰণমেন্টের হস্তক্ষেপ করা উচিত"হে এই বিবেচনা করিয়া faire “না হাত দেই” পন্থীয় চলিতে * লাগিলেন । অর্থাৎ সমাজের প্রত্যেক ব্যক্তি যদি নিজ নিজ বুদ্ধি ও জ্ঞানাহুসারে ব্যবসায় বাণিজ্য করিতে পায়, এবং গবলেট, যদি - তাঁহাতে আইৰ কানুন দ্বারা হস্তক্ষেপ না করেন, তাহা হইলে সমাজ উন্নতি লাভ করে, এই মন্ত্রণা অনুযায়ী ইংলণ্ড চলিতে লাগিল । ইংলণ্ড-খনৰ্বদ্ধি হইতে লাগিল। কিন্তু তথাপি দরিদ্র লোকের ক্টোর দারিদ্র্য-বিপত্তি ঘুচিল না। সহৃদয় গ্রন্থকারগণ এই জাতীয় বিপদের বিষয় চিন্তা করিতে লাগিলেন । ধৰ্ম্মভাবে তাহারা অমৃঃাণিত হইয়াছিলেন। দীনদুঃখীজনেল কাতর ধ্বনিতে জুহাদের কোমল সহানুভূতিপূর্ণ হৃদয় দ্রবীভূত হইয়াছিল। তাহারা জাতীয় বিপত্তিকে স্বকীয় বিপত্তি জ্ঞান করিয়াছিলেন। তাই তাহারা তারস্বরে বলিতে লাগিলেন যে “না হাত দেই” রাজনীতি"উত্তম নীতি নহে তাহারা জাতীয় জীবন,জুতীয়নীতি উন্নত করিবার চেষ্টা করিতে লাগিলেন। তাহার ফল কালাইলের (Carlyic) “Past and Present” oth (Rskin) 'Unto this Last * <;< Munera Pulveris ইত্যাদি নূতন ধরণের গ্রন্থ।

  • ইংলণ্ডের জাতীয় জীবনের সহিত জাতীয়,

সাহিত্যের এমন ঘনিষ্ঠ সম্বন্ধ যে বুদ্ধিমান পাঠক ধারাবহিকরূপে ইংলণ্ডয়fাহিত্যমাত্র আলোচনা করিলে, ইংলণ্ডের ইতিহাসের সারভাগ, প্রধান প্রধান ঘটনা অনেকটা অনুমান করিয়া লইতে পারেন। . . . জাতীয় সাহিত্য |# জাতীয় জীখন। in Enland हेठामि &श রচিত হইল। ! কিন্তু হতভাগ্য 緩 ఆ8') p জাতীয় জীবনের সহিত জাতীয় সাহিত্যের নিকট সম্পর্ক তত্ত দেখা যায় না। অযুত অযুত লোকের মুখ দুঃখ যাহাড়ে জড়িত, অগণ্য লোকের জীবন মৃত্যু যাহাতে সংশ্লিষ্ট, বঙ্গসাহিত্য সেই সকল গুরুতর বিষয় উপেক্ষা.করিয়া প্রাই অষ্ট বিষয়ের মালোচনায় ময়ু থাকে। সমগ্র বঙ্গজাতি, কেবল বঙ্গজাতি বলি কেন, সমগ্র ভারতবাসিগণ যে বিষম সঙ্কট স্থলে উপস্থিত বঙ্গসাহিত্য যেন তৎপ্রতি উদাসীন—যেন সে বিষয় বাঙ্গালী লেখক ভাবিতে চাহেন না ! যাহাঁদের উচ্চ বুদ্ধি সাংখ্য ও বেদান্তে • আকাশে উড়িতে ভালবাসে, তাহা যেন ধরাতলে নামিয়া স্বদেশীর অন্নকষ্ট্রের বিষয়, দিগন্তব্যাপী দুর্ভিক্ষের বিষয়, লক্ষ লক্ষ লোকের অনুশন মৃত্যুর ঘোর যন্ত্রণার বিষয়, চিন্তা করা তাহার নিজেয়অবমাননা বিবেচনা করে । বঙ্গদেশের অধিকাংশ লেখকই কি ভুলিয়া যান যে, উচ্চ শ্রেণীর সাহিত্য, জাতীয় সমস্তার সমুাধান ? যেমন উচ্চ শ্রেণীর সেমাপতি স্বজাতিকে সকল সঙ্কটে রক্ষা করেন, তেমনি উচ্চ শ্রেণীর লেখকগুণ স্বজাতিকে সামাজিক বিপত্তিতে রক্ষা করেন, এবং তাছার সঙ্গে সঙ্গেউত্তরকালের স্বদেশীয়দিগের জন্ত-কখন কখন মানবজাতির গু—মঙ্গল্যবাক্য * পরম্পর.লিপিবদ্ধ করিয়া যান। এবম্বিধ সাহিত্যে প্রকাশ পায় যে, লেখকের হৃদয় ও মস্তিষ্ক সমবেত হইয়া, অমুসুন্ধান ও চিন্তা সমন্বিত হইয়া, দেশের মঙ্গলের জন্ত দীর্ঘকাল নান • লোকাকীর্ণ স্থানে নানাবিধ ঘটনা পৰ্য্যালোচনা করিয়াছিল এবং নিশীথে নির্জনকক্ষে দীপালোকে, সমান্বত্ত উপকরণুচয় সমন্বয় করিয়া,