পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৪ ৰঙ্গদর্শন। [ ৭ম বর্ষ, জ্যৈষ্ঠ, ১৩১৪ লাবণ্যসম্পন্ন তরুণীর পা—যে পায়ের আঙুলগুলা ছাড়া-ছাড়াভালে ছিল, সেই * খানি অবশেষে ভস্মরাশির মধ্যে খসিয়া পড়িল । चै८छशांङिब्रिञ्जनांष #ांडूब्र। পাটের চাষ ও দুভিক্ষ । বঙ্গদেশীয় অধিকাংশ সাময়িকপত্রে পাটচাষের বিরুদ্ধে আজকাল বিশেষ আন্দোলন হইতেছে। ইহা দেশের পক্ষে কল্যাণকর কিংবা .অকল্যাণকর, তৎসম্বন্ধে সৰ্ব্বসাধারণের বিশেষ রূপে চিত্ত করা কৰ্ত্তব্য । পাটচাষের বিরুদ্ধে গুরুতর দুইটি অভিযোগ এই যে,— ( ১ ) পাটের চাষ দুর্ভিক্ষবৃদ্ধি করিতেছে, (২) পাটের-চাষে ম্যালেরিয়ায় দেশ ডুবিয়া যাইতেছে। t পাটের বিরুদ্ধে লঘুতর তৃতীয় অভিযোগ এই যে,— & • (৩) পাট কৃষকদিগকে বিলাসী করিয়া তুলিতেছে। পাটের চাষ কি দুর্ভিক্ষবৃদ্ধি করিতেছে ? সত্যসত্য কি পাটের চাষ দুর্ভিক্ষবৃদ্ধি করিতেছে ? মামাদের বিবেচনায় পাট বঙ্গ:"দেশের দুর্ভিক্ষ হ্রাস করিয়াছে। যাহারা বলেন কি না, তৎসম্বন্ধে তথ্যানুসন্ধান করা কর্তব্য। পূৰ্ব্ব ও উত্তর বঙ্গের দুর্ভিক্ষের ইতিহাস র্যাহারা আলোচনা করিয়াছেন, তাহারা অবগুই স্বীকার করিবেন যে, পূৰ্ব্ব ও উত্তর বঙ্গে অধিক বস্তায় ধানগাছ বিনষ্ট হওঁয়ায় দুর্ভিক্ষ ঘটে। দ্বিতীয়ত পুৰ্ব্ববঙ্গের নিম্নভূমিতে চৈত্র অগত্যা বৈশাখমাসের মধ্যে উপযুক্ত বৃষ্টির অভাবে ধানবপন না করিত্বে পারিলেও দুর্ভিক্ষের আশঙ্কা হয়। ফরিদপুর ও ঢাকার বিলে-জমি ব্যতীত অন্তান্ত স্থলে প্রথম কারণেই শস্তহানি হইয়া থাকে। শ্রাবণমাসের শেষে কিংবা ভাদ্রমাসের প্রথমে • সাধারণত বন্যা উপস্থিত হয়। কখন-কখন আশ্বিন বা কাৰ্ত্তিকমাসেও বন্যা আসিয়া ধান বিনষ্ট করে। বস্তানিবারণ করিবার উপায় থাকিলে পুৰ্ব্ব বা উত্তর বঙ্গে কখন দুর্ভিক্ষ হইত না । আমি পশ্চিমবঙ্গ ছাড়িয়া কেবল পূর্ব ও উত্তর বঙ্গের কথা এইজন্ত বলিতেছি যে, পূৰ্ব্ব ও উত্তর বঙ্গেই প্রধানত পাটচাৰ যে, পট দুর্ভিক্ষবৃদ্ধি করিতেছে, তাহদের যুক্তি হইয়া থাকে। বস্তানিবারণ করিতে আমাদের এই যে, পাটের চাষে ধানের চাষের হ্রাস হওয়াই ইর্ভিক্ষের প্রধান কারণ। পাটের জমি বৃদ্ধিপ্রাপ্ত হওয়াতে ধানজমির পরিমাণের হ্রাস হইবে, তৎসম্বন্ধে কোন মতভেদ হইতে পারে না। তাৰ পাটের জমি বৃদ্ধি পাওয়াইহুর্ভিক্ষের কারণ শক্তি নাই, কিন্তু পাটচাৰ্যদ্বারা বন্যার অপচয় যথেষ্ট লঘু হয়। কারণ, বন্যার.পূৰ্ব্বেই অধিকাংশস্থলের পাট কাটা হয়। আর বন্যার জলে ১৯১৫দিন পাটগাছ ডুবিয়া থাকিলেও हेक्षत्र विट्जरु अनिष्ट श्व्र न । भट्न कङ्गन,