পাতা:বঙ্গদর্শন নবপর্যায় সপ্তম খণ্ড.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা । ] "মেঘগরজনে বরষা আসিবে, মদিরনয়নে বসন্ত হাসিবে, * বিশদবসনে শিশিরমালা— আসিবে হাসিবে শরতলাল৷— কুলে কুলে মোর উছলি জল কুলুকুলু ধোবে চরণতল । কুলে কুলে মোর ফুটিবে হাসি 變 বিকশিত কাশকুসুমরাশি। দূরে দূরে কচু বাজিবে বাণী মৃরছি পড়িবে মলয়বায় । দুরুহুরু মোর লিলে ছিয়া শিহরিয়া মোর উঠিলে কায়।” ट्रे হা ব্যতীত কবি এখন সৌন্দর্যকে দেখিতেছেন, তাহাতেই বিহবল হইয়া রহিয়াছেন, কিন্তু মুন্দরকে দেখেন নাই। সৌন্দর্যাকেই আপনার সহজ আনন্দদ্বারা প্রাণপ্রতিষ্ঠা করিয়া পুঞ্জ করিতেছেন ; যিনি নিখিল । সৌন্দর্য্যের প্রাণরূপ, তাহার দশন এমনও হয় নাই। সাধক ভলু প্রথমে প্রতিস্থাপুল আরম্ভ করিয়াছেন,— জীবনের তরুণ প্রভাতে শ্রদ্ধার চন্দনে নিৰ্ম্মল ললাট ভূষিত করিয়া আপনার দিব্যশঙ্খ বাজাইয়াছেন । কিন্তু মাঝে মাঝে কাহার বিপুল আহবামবাণী শুনিয়} দূরাগত-বংশীধ্বনি-শ্রবণে চকিত মৃগের দ্যায় আকুল হইয়া বলিয়া উঠিতেছেন— • “ডাকে যেন - ডাকে যেন—সিন্ধু মোরে ডাকে যেন , আজি চারিদিকে মোর কন কারাগার হেন ! ঐ যে হৃদয় মোর মাছকন শুনিতে পায়, .'কে আসিবি কে আসিলি কে তোরা আসিবি অায় । কবিতাসম্বন্ধে দুইচারিটি কথা। 廳 te নিক্ষেপ করিবার অবসর নাই । · ዓ®. পাষাণবাধন টুটি ভিজায়ে কঠিন ধরা বনেরে শুামল করি ফুলেরে ফুটায়ে ত্বর . . সারা প্রাণ ঢালি দিয়া জুড়ায়ে জগতহিয়া আমার প্রাণের মাঝে কে আসিবি আয় তোরা ৷" আমি যাব আমি বাব-কোথায় সে কোন দেশ জগতে ঢালিব প্রাণ গাহিব করুণাগান ; উদ্বেগ-অধীর হিয়া, সুদুর সমুদ্রে গিয়া সে প্রাণ মিশব আর সে গান করিব শেষ।” যৌবনে দেখিতে পাই, সৌন্দর্য্যের প্রতিমা তাহাকে পূর্ণভাবে গ্রাস * করিয়া ফেলিয়াছে। এখন আর কেবল বিশ্লিষ্ট্র সৌন্দর্য্য তাহার অচ্চলা সাকর্ষণ এখন বিশ্বের যেখানে যত মানবদৃষ্টিগম্য মুঘমা আছে, সমস্ত জমাট বাধিয়া মুক্তমতী হইয় তাহার অচ্চন গ্রহণ করিতেছে। এই অচ্চন প্রকৃতির ললামভূত মহিমময়ী নারী পুরুষের নিকট যে অচ্চন পান, সেই অচ্চন। এখানে সাধক সময়ে সময়ে এত আত্মবিস্কৃত যে, ব্যাবহারিক জগতের অন্তান্ত কাৰ্য্যকলাপের প্রতি দৃষ্টি কেবল অসীম নির্জন কৃষ্ট করিয়া মানসী প্রতিমার সহিত মিলনের অসহ আনন্দ শিরায় শিরায় অনুভব করিতেছেন । উদ্বেগজড়িত কম্পিত স্বরে "আজন্মসাধন ধন আলোকবসন বাসনাবাসিনী মানসরূপিণী"কে বলিতেছেন— - করে না । f “শুধু ঢেকে দাও ৎ “আমার সৰ্ব্বাঙ্গমন তোমার অঞ্চলে সম্পূর্ণ হরণ করি লছ গো সবলে আমার আমারে ; নগ্নবক্ষে বক্ষ দিয়া অন্তররহস্ত তব শুনে নিই প্রিয়।