পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২২
ভজনালয় প্রতিষ্ঠা।

১২৪

রাগিণী ঝিঁঝিট খাম্বাজ,—তাল আড়াঠেকা।

কি উপহার আজি, দিব হে নাথ তোমারে,
সঙ্গতি বিহীন সবে, ভিক্ষা করি তব দ্বারে।

আজি সবে সফলাশ, ওহে বিভু ভক্ত আশ,
উল্লাসিত দাসী দাস, তব নব গৃহ ছেরে।

ওহে করুণা নিধান, করি প্রীতি পুষ্পদান,
হও আসি অধিষ্ঠান, কিঙ্কর মনোমন্দিরে।

কর সবে বর দান, কৃতজ্ঞ হউক মন,
তব গুণ সংকীর্ত্তন, করি পাপ ওষ্ঠাধরে।

দেহ হে সূতন মন, ভক্তি হার প্রেমচন্দন
পূজিব তব চরণ, প্রাণ মন ঐক্য করে।

c. h.