পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V সন্ধ্যাকালীন গীত । जुक २१ : २० ।। や 10. s. ১ দিবসের হৈল অস্ত, প্রভো হে, . না ছাড় তুমি আপন ভৃত্যকে । যদিও অন্য সঙ্গী নাছি রয়, । মোর সঙ্গে থাক, য়েশূ দয়াময় ॥ ২. এ মর্ত্যজীবন চলে বেগবান, ও ক্ষণেক পরে হৈবে অবসান । ংসারে দেখি কিছু নিত্য নাই ; মোর সঙ্গে থাক, য়েশ্ব নিত্যস্থায়ী ॥ ৩ দুঃখেও আমার হবে না বিষাদ, দেও যদি তুমি আমায় আশীৰ্ব্বাদ। নাই মৃত্যুতে, নাই পরলোকে ভয়, তোমাকে পাইলে, য়েশ্ব দয়াময় ॥ ৪ পাপিষ্ঠ আমি ধরি তব ক্রুশ, মার্জনা কর মম পাপ ও দোষ । দিনযামিনী, হে প্রভো, সঙ্গী হও, ও শেষে তব স্বৰ্গজ্যোতি দেও ৷ R. P. G.