পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাধারণ । ミ、> > ২১৩ ভাই, ভবের ঘাটে খ্ৰীষ্ট য়েশ্ব হইয়াছেন কাণ্ডারী, মোরা তবে কেন পারে যাইতে ভয় করি ? ১ ও ভাই, ত্বরাত্বরি কর্যে চল ভারি চরণে ধরি, তিনি সৰ্ব্বশক্তিমান; ও ভাই, যত দেখ সকল তারি. ২ তিনি জাসিয়াছেন,সদরঘাটে লাগাইয়াছেন প্রেমের তরি, প্ৰভু ভক্তি বুঝ্য পার করিছেন,চান না কিছু টাকা কড়ি, ৩ তিনি ক্ষমাতে তুল্যাছেন পালি, সত্য দয়া তাহার দাড়ি প্রভু আপনি ধর্যাছেন হালি; দেখ মুবাতাসে চলিতেছে তরি ৪ য়েশ্ব খ্ৰীষ্ট নামে পরম গান গায় সকলে বদন ভরি, অধীন কাঙ্গাল বলে সত্য ধর,ও ভাই,ছেড়ে দিয়া ছল চাতুরী gimst=stmist ELEMELJE কা ミる? কোথা আর যাব ? প্রভো, তোমা ছাড়ি কোথা যাব ! তুমি হৃদয়-রতন ! তোম হেন কোথা পাব ! ১ কাহারে সোপিব মন ! কেবা আছে হেন জন ? তোমা বিনা কোথা আর তাপিত প্ৰাণ যুড়াৰ ! ২ তুমি ঈশ্বর-নন্দন, পথ, সত্যতা, জীবন ; অনন্ত জীবন আর তোমা ছাড়া কোথা পাব ।