পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミミや সাধারণ । - ২৩৩ রাগিণী সিন্ধু ভৈরবী। তাল মধ্যমান। শুন পাপী অচেতন, শাস্ত্রের বচন, জগতের বিচারপতি করিতেছেন আগমন । ১ পুনৰ্ব্বার স্বৰ্গনাথ লক্ষ স্বর্গদূত সাথ, আসিয়াছেন ক্ষিতিমাবো, বিচারিতে নরগণ । ২ মেদিনী কম্পিতা হবে, নিমেষে বিনাশ পাবে, জাগিয়া উঠিৰে সবে, তুরীশব্দে মৃতগণ। ৩ বসি’ রাজা সিংহাসনে, ডাকিবেন সৰ্ব্বজনে, বিচারতরে উপস্থিত হবে সব নরগণ । ৪ শয়তানের প্রজা যত, হইবে সবে শঙ্কিত, অনন্ত নরকছুঃখে, হবে তারা নিমগন। ৫ যারা য়েশ্বর আশ্রিত, তারা নাছি হৰে ভীত, পাবে তারা পুরস্কার, স্বর্গ অনন্ত জীবন । ৬ ওহে রেশ্ব ত্রাণপতি, কৃপা কর মম প্রতি, তব সে বিচারে যেন, ভীত নাহি হয় মন । G-o Ꭻ . B.