পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্রাম দিন । >N○ >S) রাগিণী রামকেলী, তাল আড়াঠেকা । প্রভু আজি তোমার ঘরে দীনহীনে সভা করে ডাকে তোমায় হে কাতরে । তুমি তারণকারণ, নিৰ্ব্বিকার, নিরঞ্জন, তুমি ঈশ্বর নন্দন, পুজনীয় স্বৰ্গপুরে। পুজিতে তোমার চরণ সভার নিতান্ত মনন ; আসি’ দেও দরশন সভায় কৃপা কর্যে । তোমার প্রসন্নবদন সভায় করাও হে দর্শন ; প্রফুল্ল হউক সভার মন তোমার সৌন্দৰ্য্য হের্যে। মোরা অতি অভাজন, না জানি ভজন সাধন করি' কৃপা বরিষণ দেও ধৰ্ম্মজ্ঞান সবারে । তব রাজ্যের আগমন শীঘ্র হউক, হে রাজন ; তোমার আজ্ঞাপালন যেন করে জগৎনরে । B. M. B.