পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विथांभ फ़िन । ఎ8 রাগিণী বিকিট থাম্বাজ—তাল মধ্যমান । হেরি বিশ্রাম দিন, শুভদিন, প্রফুল্পিত মন, মহানন্দে করি আজি, খ্ৰীষ্ট সঙ্কীৰ্ত্তন। ১ এ দিনেতে দিনমণি, নিজ প্রভাবে আপনি, মৃত্যু পরলোক জিনি, কৈলেন উথান। ২ অদ্য ওহে মম চিত, চিন্তামণির গুণ চিন্ত, অনিত্য বিষয় যত, কর্যে বিসর্জন । ৩ এস হে সচ্চিদানন্দ, হর মম নিরানন্দ । তব সেবায় আনন্দিত, যেন হয় মন । ৪ ওহে বিশ্রামাহ স্বামি, ভারাক্রান্ত পাপী আমি, পাপভার লয়ে তুমি, কর শান্তি দান । ৫ অদ্য ধৰ্ম্মাত্মার গুণে, বক্তা শ্রোতা সৰ্ব্বজনে, পরমার্থ সার ধনে, কর সম্পূরণ । ৬ বিশ্রামাহ ইহকালে, না আসিতে যায় চলে, অনন্ত বিশ্রাম পেলে, হবে তৃপ্ত মন । C. S.