পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 X উপবাস ও পাপস্বীকার। - গীত ১৩• : ১। 3S е. м. ১ হে প্রভো, শোকে মগ্ন রই ; শুনিও আমার উক্তি ; তোমাতেই আমি শরণ লই ; আর কোথায় পাইব যুক্তি ? মানবের পাপ ও প্রত্যবায় বিচারে ঘদি ধরা যায়, কে কে এড়াইবে দণ্ড ? ২ হে প্রভো, আমি যোগ্য নই যে তুমি হও প্রসন্ন ; হায় কত রূপে দোষী হই, ও কত পাপাপন্ন ! তোমার যে দয়া অতিশয়, তন্মাত্রে আমার আশা রয় ; দয়াতে আমি বাচি. ৩ মোর পাপের যত পরিমাণ, ততোধিক য়েশ্বর পুণ্য ; উাহাতে মম পরিত্রাণ, সমর্থ নাহি অন্য, উার অঙ্গীকৃত করুণ । আমারে দেয় স্মসাত্ত্বনা ; উার করিব প্রতীক্ষা R. P. Ge هسصیه< >eسے