পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রষ্টের দুঃখভোগ ও মৃত্যু। 6, 2 (Ö 8. 7. double ১ বিশ্বের কৰ্ত্ত স্বর্গের রাজা ভোগেন মৰ্ম্মভেদী দুঃখ ; র্তাহার অধম পামর প্রজা তুচ্ছ করে তাহার মুখ ; শুভ চরণ, প্রেমের হস্ত বিদ্ধ হইল কণ্ঠেতে ; . র্তাহার রক্তের শ্রোত সমস্ত পতিত হইল জুশেতে, ২ আহা ! যিনি প্রেমের নিধান, নরে তারে করে নাশ ; যিনি করেন জীবন বিধান, মৃত্যু তারে করে গ্রাস ; হেরে এমন দুঃখের মুৰ্ত্তি কাহার বুক না ফেটে যায় ! পাষাণ হৃদয় ! কর্যে ভক্তি দেখ সেই দয়াময়, ৩ প্রিয় য়েশ্ব মনের স্বামী, কেন তোমার এত দুঃখ, দারুণ ব্যথা, অতুল গ্লানি ? কেন মান তোমার মুখ ? কেন রক্ত তোমার ধৰ্ম্ম ? কেন এত অাৰ্ত্তস্বর ? তোমার কি বিরুদ্ধ কৰ্ম্ম ? কেন কাপে কলেবর ?