পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& R খ্রষ্টের দুঃখভোগ ও মৃত্যু। | ৪ হায় ! হায়! আমার দারুণ পাপে তোমার হইল দণ্ডভোগ ; | আমার দোষের অভিশাপে হইল তোমার প্রাণ বিয়োগ ; আমার বিলাস এবং গৰ্ব্বে ক্ষত হইল তোমার বুক ; ' কন্টক বিন্ধে তোমার শিরে ; বিরস হইল তোমার মুখ, ৫ কোথায় হইল এমন ব্যাপার— রাজা ভোগেন প্রজার শাপ, সহ করেন দাসের প্রছার, ভোগেন দুঃখানলের তাপ ! পালক স্বীয় পালের জন্যে অপর্ণ করেন তছু প্ৰাণ, ছিন্ন হইলেন ব্যান্ত্রের দন্তে ; মেষগণ পাইলেন পরিত্রাণ.— ও য়েশ্ব, তোমার প্রেমের মৰ্ম্ম নাহি ধরে বুদ্ধিতে ; তোমার অতুল দয়ার কৰ্ম্ম রাখি চিরস্মরণে. তোমার ক্রুশের বিনিময়ে আর কি দিব উপহার ? দমন করব রিপুচয়ে, ইহা অামার অঙ্গীকার.