পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই খ্ৰীষ্টের দুঃখভোগ ও মৃত্যু। পাপমায়ায় হইয়া মোহিত । कि ऊँीदन्न मिब छ३थ ? যে পাপে ছিলেন ব্যথিত কি ভাহে ভাবি সুখ ? মোর জন্যে যিনি ক্রুশে স্বরক্ত করেন পাত, না কোন সুখ বা ক্লেশে ত্যাগ করি তাহার হাত, স্বপ্রেমের দিলেন প্রমাণ র্তার রাত্রিভোজনে ; আমারে করেন আহ্বান র্তার শরীর ভক্ষণে, র্তার প্রীতিসুধাপানে মোর আত্মা আপ্যায়িত । ও তাহার অধিষ্ঠানে পাই অবিনাশ্য হিত. হে প্রভো, যাবজ্জীবন এইমাত্র মানি সার, তোমারই দুঃখ ও মরণ না কভু ভুলি আর ; আর যখন ৰিলাসজালে পাপাত্মা ভুলায় প্রাণ, তোমারই ক্রুশের তলে লই তখন আশ্রয় স্থান. . А. 8.