পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্টের পুনরখান। ♥ዓ 'N')(& ধন্য প্রভু মৃত্যুঞ্জয়, করিয়াছ পুনর্জীবন দান । . ধন্য পিতা পরমেশ্বর, অক্ষয় নিৰ্ম্মল অধিকার, দিতে হে ; নিশ্চয় করে মরণ হইতে,— তুমি করাইলা স্ত্রীষ্টের পুনরুত্থান। ১ করিবারে বিশ্বত্রাণ, যিনি দিলেন নিজপ্রাণ, দয়াতে ; পেয়ে জীবন পুনৰ্ব্বার, উঠলেন তিনি চমৎকার, কবর হতে; মৃত্যু পাপ ও নরক বশে রেখে, জয়ীর তুল্য হইলেন প্রকাশমান । ২ আসিয়া ভঁাহার দূত, তেজে হইয়া আবির্ভূত, অকস্মাৎ কবর দ্বারের যে প্রস্তর, সরাইয়৷ তদুপর, বসিলেন ; দেখে তাহা সেনাগণে ভয়ে ত্বরায় পলায় হয়ে কম্পমান । ৩ কোন দ্রব্য বিনা যিনি, স্বজিলেন এ ধরণী, ৰাক্যেতে ; তিনি দীনহীন পাপী নরে, ত্রাণাধিকার দিবার তরে ; দেখ হে ; নিজ রক্তপাতে মৃত্যুর বঁাধন ছিড়ে,— করিলেন স্বৰ্গেতে প্রস্থান । ৪ ওহে ঈশ্বর-সন্তানগণে, দৃষ্টি কর স্বৰ্গপানেত্যজ শোক ; তথা উচ্চসিংহাসনে, আলোর বসন পরিধানে, বসিয়া; আছেন মোদের প্রভু সৰ্ব্বপ্রধান করিবেন তিনি শিভ্র ভক্তের আহবান ! ৫এখন নিজ দাসের প্রতি দেখেন সজা ত্রাণের পতি,প্রেমেতে আহা আপন ভক্তগণ, জ্ঞান করেন শিরোভূষণ, তুল্য হে, ; তাদের দুঃখে দুঃখী সুখে সুখী হইয়া সঙ্গে দিবেন বাসস্থাম । Φmanauυ απη G, Ps