পাতা:বঙ্গদেশস্থ খৃষ্টীয় মণ্ডলীর ব্যবহারার্থ গীতপুস্তক.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No. পবিত্ৰ আৱা। ጫ > পাপ-তম কর নাশ, হও হৃদে সুপ্রকাশ, হৃদয়-আসনে বাস কর, নাথ, নিরন্তর পঞ্চাশৎ দিনে যেমন হয়েছিলে বরষণ, পেয়েছিল শিষ্যগণ তব দত্ত দিব্য বর9 হয়ে তেমন বরষণ দীপ্ত কর দাসগণ ; করি কৃপাবলোকন জুড়াও সৰ্ব্ব অন্তর, _ J.B. ዓw পরম মঙ্গলদাতা পবিত্র আত্মন। স্বৰ্গ হইতে নরপুরে কর আগমন ॥ তুমি দীনের শরণ, তুমি অকিঞ্চনের ধন ; ৷ झनटग्न उमग्न देशग्ना, कन्न उनौ°न ॥ সাত্বনার সার তুমি, আত্মার আনন্দভূমি ; প্রান্তি ভ্রান্তি দুরকারী, দুঃখ নিবারণ। দুৰ্ব্বলে সবল কর, অবাধের কাঠিন্য হর ; কর তুমি বিপৰ্থীকে, সুপথে গমন ॥ তুমি সকলের সার, তোমা বিনা সব অসার, কায় মন বাক্য মোর. কর সংশোধন ৷