পাতা:বঙ্গবিজেতা.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3島* २झबिष्ट्जङ ॥ পাঠানের চারিশত বৎসরাবধি হিন্দুদিগের উপর অত্যাচার করিতেছে, আকবরসাহ হিন্দুদিগের পরমবন্ধু ; হিন্দুদিগের উপর অন্তায় করসমূহ উঠাইয়া দিয়াছেন ; হিন্দুদিগের শাস্ত্র আলোচনা করিতেছেন ; হিন্দুরমণী বিবাহ করিয়াছেন ; হিন্দুদিগের আচারব্যবহায় কোন কোন অংশে অবলম্বন করিয়াছেন ও বঙ্গদেশে জাতিবিদ্বেষ রহিত করিবার জন্য হিন্দুসেনাপতি ও শাসনকৰ্ত্তা প্রেরণ করিয়াছেন ; বিজয়লক্ষ্মী স্বয়ং সে সেনাপতির পত্নীস্বরূপ, ছায়াস্বরূপ, কখনও তাহাকে ত্যাগ করেন না ; তিনি দুইবার বঙ্গদেশ জয় করিয়াছিলেন, এবারও অবগু করিবেন ; জয় করিলে বিদ্রোহী জমীদারদিগকে শাস্তি দিবেন । কিন্তু এক্ষণে র্ত হার সহায়তা করিলে সে ক্ষত্ৰিয় মহাত্মা কখন সে ঋণ বিস্কৃত হইবেন না-ইত্যাদি নানারূপ প্রলোভন ও ভয় প্রদর্শন করিয়া, সতীশচন্দ্র অনেক জমীদারকে মোগলপক্ষাবলম্বী করিয়াছিলেন। সেই জমীদারগণ এক্ষণে পাঠান সৈন্যদিগকে খাদ্যদ্রব্য পাঠাইবেন না স্বীকার করিয়াছিলেন । সুতরাং আর পাচ সাতদিনের মধ্যে পাঠান সৈন্যেয় পরাজয়ের আর সংশয় রহিল নী। - রাজা সতীশচন্দ্রকে বহু সন্মানপূর্বক বিদায় দিলেন, ইন্দ্রনাথের প্রতি চাহিয়া বলিলেন, “ইন্দ্রনাথ, আমার কথা সত্য কি না ?” ইন্দ্র । * মহাশয়, আমি অদ্যাবধি আপনাকে ভবিষ্যদ্বক্তা বলিয়! জানিলাম । কিন্তু— রাজা । “ কিন্তু কি ?” ইন্দ্র । “ আমি কাহারও বিপক্ষে কিছু বলিতে ইচ্ছা করি না, কিন্তু আমার একটী কথা ক্ষমা করিবেন,--সতীশচন্দ্রের সমস্ত কথা আপনি বিশ্বাস করিবেন না ।” রাজা । * তরুণ সেনাপতি কি টোডরমল্লকে রাজনীতি শিক্ষা দিতে চাহেন ? কাহাকে বিশ্বাস করিতে হইবে, কাহাকে অবিশ্বাস করিতে হইবে, তাহা ইন্দ্রনাথ কি আম অপেক্ষা ভাল জানেন ?” ইন্দ্র। “ মহারাজ ! আমার অপরাধ লইবেন না, কিন্তু হইতে পারে এই সতীশচন্দ্রের সম্বন্ধে আপনি যাহ জানেন, আমি তাহ অপেক্ষা অধিক জানি।” - রাজা । “ হইতে পায়ে ইন্দ্রনাথ যতদূর জানেন, আমিও ততদুর জানি ;–হইতে পারে ইন্দ্রনাথের মনে এইক্ষণে কি চিত্ত হইতেছে, তাহাও অামি জানি (* - - - -