পাতা:বঙ্গবিজেতা.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दन्नविरजठ । وتنساخ পাপ করিয়াছে—তোর মন্ত প্রাণ হারাইবারও বিলম্ব নাই। গরমেশ্বর তোকে ক্ষমা করুন,—আমার পাপের ক্ষমা নাই ।” প্রাতঃকালে রাজার নিকট সংবাদ আসিল, দেওয়ানজী সতীশচন্দ্র মৃত্যু-শয্যায় শয়ন করিয়া রহিয়াছেন। রাজা তৎক্ষণাৎ সতীশচন্দ্রের গৃহে গমন করিলেন, ইন্দ্রনাথ সঙ্গে সঙ্গে চলিলেন। তথায় যাইয়। দেখিলেন, সতীশচন্দ্র শয্যায় শয়ন করিয়া রহিয়াছেন, চারিদিকে চিকিৎসক বসিয়া রহিয়াছে, কিন্তু যে ভীষণ বিষ শরীরে প্রবেশ করিয়াছে, তাহতে পরিত্রাণ নাই । রাজা এই অদ্ভূত ঘটনার কারণ জিজ্ঞাসা করিলেন, পার্শ্বস্ব অনুচরগণু সবিশেষ অবগত করাইল । তখন সতীশচন্দ্র অতি ক্ষীণস্বরে বলিতে লাগিলেন, “ মহারাজ ! আমি পাপী, পাপিষ্ঠকে ক্ষমা করুন।” রাজা নিস্তব্ধ হইয়া রহিলেন,—সতীশচন্দ্র পুনরায় বলিলেন, “ আমি ভীষণ দোষ করিয়াছি—সে অপরাধ ক্ষমা করুন।” রাজা তথাপি নিস্তব্ধ হইয়। য়হিলেন—সতীশচন্দ্র পুনরায় বলিলেন, “ মহারাজ ! আমি নরহত্যাকারী মৃত্যুশয্যায় ক্ষমা প্রার্থনা করিতেছি, আমাকে ক্ষমা করুন ।” সে কাতরস্বর শ্রবণ করিয়া রাজা তার সম্বরণ করিতে পারুিলেন ন}, বলিলেন, “ য়াজ সমরসিংহের হত্যকারীকে আমি কখনও ক্ষমা করিব ভাবি নাই, কিন্তু জগদীশ্বর তোমাকে শাস্তি দিয়াছেন, আমি স্থা করিলাম, তোমার রীবিত থাকিবীর আর অধিক কাল নাই, ভগবানের নাম গ্রহণ কর, তিনি দয়ার সাগর, মৃত্যুকালে তাহার পবিত্র নাম উচ্চারণ করিলে জীবনের পাপ থওন হর ” সতীশচন্দ্র জগতের আদিপুরুষের নাম লইলেন, পাপীর নয়নযুগল হইতে দুরবিগলিত ধারা বহিতে লাগিল। সকলেই নিস্তব্ধ হইয় রছিল। অনেকক্ষণ পরে সতীশচন্দ্র আবার রাজ কে লক্ষ্য করিয়া বলিলেন,~~ * মহারাজ ! তবে আপনি সমরসিংহের মৃত্যুর কারণ সবিশেষ অবগত আছেন ?” রাজা উত্তর করিলেন, “আছি।” সতীশচন্দ্র বিস্মিত হইলেন,—আবার নিস্তব্ধ হইয়া রহিলেন । অনেকক্ষণ পর আবার বলিলেন, “মহারাজ ! আমার আর একট নিবেদন আছে। আমি পাপী বটে, কিন্তু জন্মাবধি পাপী ছিষ্টম না, যৌবনে আমার জীবন পবিত্র ছিল, উচ্চ মতি, উচ্চ আশয়, উচ্চ প্রবৃত্তি