পাতা:বঙ্গবিজেতা.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৯৮ ] ত্রয়স্ত্রিংশৎ পরিচ্ছেদ । অপরূপ পুনৰ্ম্মিলন । She gazed—she roddened like a rose, Sine pale like ouy lily ; She sank within my arms and cried, “Art, thon my ain dear Willie " “By [In] who made you, sun and sky, Iły whom true love's regarded ; I am the main i and thus may still True lovers be rewarded.” Burns. সন্ধ্যাকাল আগত । কমলা একাকী ভ্রমণ করিতে করিতে ইচ্ছাপুর হইতে অনেক দূরে গিয়া পড়িলেন। একাকী যমুনার তীরে বসিয়া স্বভাবের নিস্তব্ধ ভাব অবলোকন করিতেছিলেন, ঘন বৃক্ষাবলির মধ্যে পুঞ্জ পুঞ্জ খদ্যোৎ মালা খেলা করিতেছে, তাহাই দেখিতেছিলেন । নীল আকাশে দুই একটা শুভ্ৰ মেঘ ভাসিয়া যাইতেছে, তাহাই দেখিতেছিলেন । শাস্ত নদীর উপর একখানি মাত্র ক্ষুদ্র তরী ভাসিতেছে তাহাই দেখিতেছিলেন। নদীজলে দুই একটা তারা প্রতিফলিত হইয়া কম্পিত হইতেছে, দূরস্থ গ্রামের মধ্য হইতে দুই একট প্রদীপ দেখা যাইতেছে। কমলা সততই চিন্তাশীলা, কিন্তু অদ্য বোধ হইতেছে, যেন কোন বিশেষ চিন্তায় অভিভূত হইয়। রহিয়াছেন। সেই নদীতীরে বসিয়া শান্ত নয়ন দুইট ফিরাইয়া আকাশের দিকে একদৃষ্টিতে দেখিতেছেন। তারার শান্ত জ্যোতি সেই শান্ত নয়ন ও মুখমণ্ডলের উপর পড়িতেছে । আলুলায়িত কেশ পৃষ্ঠদেশে লম্বিত রহিয়াছে, বা বদনমণ্ডল ঈষৎ তারিত করিয়া উন্নত বক্ষঃস্থলের উপর লুটাইয়া পড়িয়াছে । বাহুর উপর বদনমণ্ডল স্থাপিত রহিয়াছে । আজি এই গম্ভীরভাবে কমলা কি চিন্তা করিলেছেন ? কমলা আজি পূৰ্ব্বকালের কথা স্মরণ করিতেছেন। স্বামীর মৃত্যুর কথা তাহার স্মরণ নাই, কিন্তু তাহার পর পীড়ার সময় যে স্বপ্ন দেখিয়াছিলেন, কমলা তাহাই স্মরণ করিতেছেন। স্বপ্নে দেখিয়াছিলেন যেন গভীর নীল আকাশে একখানি শুভ্ৰ মেঘ ভাসিয়া যাইতেছে ;—চাহিয়া দেখিলেন, আদ্য যথার্থই সেইরূপ গভীর নীল আকাশে সেইরূপ একখানি শুভ্র মেঘ ভাগিরা যাইতেছে। অারও স্বপ্নে দেখিয়াছিলেন, সেই মেঘের