পাতা:বঙ্গবিজেতা.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

食9发 ৰঙ্গৰিজেন্ত । ইত্যাদি মান বিষয় জিজ্ঞাসা করিলেন । কমল৷ বলিলেন, “পিতা, শ্রবণ করুন— * “ হরিদাস ভট্টাচাৰ্য্য অfনাকে পাইবার কিছুদিন পর সপরিবারে দেশত্যাগ করিয়া ৮ কাশীধামে যাত্রা করিলেন ও তথায় অনেকদিন বাস করিতে লাগিলেন । যখন আমার বয়ঃক্রম ৮৯ বৎসর হইবে তখন হরিদাসের একটী পুত্র সস্তান হইল। এ দিন নিঃসন্তান থাকিয়া আমাকেই যত্ব করিয়া কন্যার মত লালনপালন করিতেন, এক্ষণে বৃদ্ধ বয়সে পুত্ৰ হওয়াতে আনন্দের আর সীমা রহিল না । “পুত্র প্রসব হইবার কয়েক মাস পরে হরিদাসের গৃহিণীর কাল হইল, সুতরাং সেই পুত্রকে লালনপালন করিবার ভার আমার উপর পড়িল । আমি সেই অল্প বয়সে যথাসাধ্য সেই পুত্রকে লালনপালন করিতে লাগিলাম, দিনরাত্রি তাহাকে ক্রোড়ে করিয়! থাকিতাম, আপনার ভ্রাতা অপেক্ষা ভালবাসিতাম । “সেই শিশুপুত্রের প্রতি আমার এইরূপ যত্ন দেখিয়া হরিদাদ প্রথমে আমার উপর বড় সন্তুষ্ট হইলেন, কিন্তু পুত্র যেমন বড় হষ্টতে লাগিল, হরিদ্বাসের আমার উপর স্নেহেরও তেমনি হ্রাস হইতে লাগিল । অবশেষে আমি পরিচারিকারূপে সেই গৃহে থাকিতে লাগিলাম। গৃহের অন্য পরিচারিকাকে বিদায় দিলেন, আমাকে সকল কার্য্য করিতে হইত ;–হরিদাস ও তাহার পুত্র আমাকে দাসী বলিয়৷ ডাকিতেন। “আমার অতিশয় মনঃপীড়া হইতে লাগিল, একাকী বসিয়া কখন কখন ক্রনন করিতাম, কিন্তু যাহার জগৎসংসারে কেহ নাই, তাহার ক্ৰন্দন কে শ্রবণ করে, তাহার মনপীড়ায কি ফল হয় ? পিতা, আপনাকে স্মরণ করিতে পারিত ম না, কিন্তু কতবার মনে মনে ইচ্ছা হইত যে, অগাধ গঙ্গাসাগরে যখন আমি নিক্ষিপ্ত হইয়াছিলাম, তখনই তামার মৃত্যু হইত । “কেবল ইচাট নহে । পিত! আপনি জানেন, আমি জন্মাবধি কিছু অন্তমনস্ক, কিছু চিন্তাশীলা । সে জন্ত আমি যে হরিদ্বাসের নিকট কত তিরস্কার, কত ভৎসনা সহ করিয়াছি বলিতে পারি না। সমস্ত দিন অবিশ্রামে গৃহের সমস্ত কাৰ্য সম্পাদন করিতাম, ইহাতে যদি কোন কাৰ্য্যে কোন প্রকারে দোষ থাকিত হরিদাস আমাকে গালি দিতেন, কথন কখন সম্ম: নীদ্বারা প্রহার করিতেন । তামি নীরবে ক্ৰন্দন করিতাম। “বয়স যত অধিক হইতে লাগিল, হরিদায়ে নিষ্ঠুৰ্বল ততই বুদ্ধি পাইতে লাগিল, অন্যান্য দোষ জন্মাইতে লাগিল । যৌবনে যে সমস্ত