পাতা:বঙ্গবিজেতা.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| <0 ) ষষ্ঠ পরিচ্ছেদ । --ساجماهيم---- বিমলা । سبح�-سے Now naught was heard beneath the skies, The sounds of busy life were still, Save an unhappy lady's sighs, That issued from the lonely pile. Mickle. সন্ধ্যাকাল সমাগত। বিস্তীর্ণ প্রাস্তরের উপর ভীমকান্তি চতুৰ্ব্বেষ্টিত দুর্গ ও প্রাসাদ দেখা যাইতেছে। যমুনা নদী চতুর্দিকে দুর্গ বেষ্টন করিয়া কলু কল্প শব্দে প্রবাহিত হইতেছে। দুর্গের চারিদিকের দৃষ্ঠ অতি রমণীয়। সম্মুখে যতদূর দেখা যায়, মনোহর হরিৎ প্রান্তর ধুধু করিতেছে। স্বর্ঘ্য অস্ত গিয়াছেন, কিন্তু এখনও পশ্চিম মেঘে রক্রিমার আভা দেখা যাইতেছে । দুৰ্গপদচারিণী শাস্তপ্রবাহিণী নদীর নিৰ্ম্মল বক্ষে সেই আভা প্রতিফলিত, হইতেছে। সন্ধ্যার ছায়। ধীরে ধীরে সেই নিস্তব্ধ প্রাস্তরে অবতরণ করিতেছে ; অবতরণ করিয়া সায়ংকালীন নিস্তব্ধতাকে অধিকতর মনোহর করিতেছে। দূরস্থ দুই একটা বটবৃক্ষের ছায়া ক্রমে ক্রমে ঘনীভূত হইতেছে ; সন্ধ্যাকালের রমণীয় নীলিম মুহূর্বে মুহূর্বে অধিকতর রমণীয়তা প্রাপ্ত হইতেছে। প্রাস্তরে শব্দমাত্র নাই, কেবল মধ্যে মধ্যে বায়ুহিল্পেীলে দূরস্থ পল্লীর ক্রমশঃ মঙ্গীভূত রব শ্রত হইতেছে, আর মধ্যে মধ্যে পরিশ্রাত্ত গৃহাভিমুখগামী কৃষকদিগের শ্রমাপনোদন গীত কর্ণকুহরে প্রবেশ করিতেছে। . দুর্গের পশ্চাদ্ভাগ এরূপ নহে। তথায় একট প্রশস্ত আম্রকানন , উহা এত প্রশস্ত যে দুর্গ হইতে সেই আম্রবৃক্ষ ভিন্ন আর কিছুই দেখা যায় । না। সায়ংকাল যেমন ক্রমশঃ ঘোরতর হইতে লাগিল, সেই আম্রবৃক্ষের ভিতর পুঞ্জ পুত্ব খদ্যোতমালা দেখা দিতে লাগিল ; নিকটে, দূরে, উচ্চে, নীচে সেই থদ্যোতমালা খেলা করিতে লাগিল। উদ্যানের ভিতর সুন্দর ' সরোবর, সরোবরের স্বচ্ছ সলিলে পাশ্ববর্তী বৃক্ষের ছায়া প্রতিফলিত হইক্টাছ সরোবরের চারিদিকে নানাপ্রকার কীট পতঙ্গ স্ব স্ব রবে লয়িংੋਂ . . . . .