পাতা:বঙ্গবিজেতা.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8密 岑 বঙ্গবিজেতা । সতী। “ জান না,—বঙ্গচূড়ামণি রাজা সমরসিংহকে বিনাশ করিবার পরামর্শ কে দেয় ?” শকু। “ রাজাজ্ঞায় তাহার দণ্ড হইয়াছে।” সতী। “ ভাল, র্তাহার জমীদারী এক্ষণে কে পাইয়াছে ?” শকু “ মুবাদার স্নেহবশতঃ যাহাকে যে দ্রব্য দান করেন, তাহ। সৰ্ব্বদাই শিরোধাৰ্য্য ।” সতী । “শকুনি । আর আমাকে ভুলাইবার চেষ্টা করিও না । অদ্য আমার জ্ঞান-চক্ষু উল্মীলিত হইয়াছে ও তদ্বারা স্বীয় হৃদয়ে এত অন্ধকার, এত পাপ দেখিতেছি যে, সে দৃষ্ঠ আর সহ করিতে পারি না । অদ্য বালিকার নিকট উপদেশ প্রাপ্ত হইয়াছি।” এই বলিয়া সতীশচন্দ্র বিমলার সহিত কথোপকথন সমস্ত ভাঙ্গিয়া বলিলেন, অবশেষে বলিলেন, “পাপপথে সৰ্ব্বদাই বিপ্ল, সেই বিপন্থ আমাকে গ্রাস করিতে আসিতেছে।” শকুনি উত্তর করিলেন, “ বঙ্গদেশের রা জাধিরাজ" দেওয়ানের কি বালিকার কথায় ভীত হওয়া যুক্তিসিদ্ধ ?” সতীশচন্দ্র উত্তর করিলেন, “বালিকা যদি সত্য কথা কহে, তবে সে কথা বালিকামুখনিঃস্থত বলিয়া পরিহার্ঘ্য নহে। পাপপথে সৰ্ব্বদাই বিপন্থ, তাহা আমি এতদিনে জানিলাম।” শকু “ যদি আজ্ঞা করেন, তবে বলি, আপনার বিপদ কি, আমি দেখিতে পাইতেছি না ।” - সতী । “আজি ছয় বৎসর হইল, যখন রাজা টোডরমল্ল প্রথমবার বঙ্গ ও বিহারদেশ জয় করিয়া কটকের নিকট দায়ুদখার সহিত সন্ধিস্থাপন করিয়া দিল্লী প্রত্যাগমন করেন, তাহার অনতিবিলম্বে পুণ্যাত্মা সমরসিংহ আম। কর্তৃক নিহত হয়েন , সে কার্য্যে তুমিই পরামর্শ দিয়াছিলে।” শকু। “ দিল্লীশ্বরের অধীনস্থ বঙ্গ ও বিহারদেশের সেনাপতি মনাইম থার আঞ্জায় সমরসিংহের দণ্ড হয় ।” সতী। “ সত্য, কিন্তু সে আমাদেরই পাপ ষড়যন্ত্রে। তাহার দুই বৎসর পর, যখন রাজা টোডরমল্ল রাজমহলের যুদ্ধে দায়ুদখাকে পরাস্ত ও নিহত করিয়া দ্বিতীয়বার বঙ্গদেশ জয় করেন, তখন সমরসিংহের মৃত্যুর বিষয়ে কি মিথ্যা কহিয়া পরিত্রাণ পাইয়াছিলাম, বোধ হয় বিস্তৃত হও নাই ।” শকু তাহার পর ?” সতী । * তাহার পর বঙ্গদেশে দুইজন মুবাদার হইয়াছেম, তন্মধ্যে হোসেনকুলীধার নিকট অনেক যত্নে সত্য গোপন ছিল,—মজফার্থ আপন