পাতা:বঙ্গবিজেতা.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*. تمي [ ৯২ f ষোড়শ পরিচ্ছেদ । مسحو� ہمارے কমল । - سانسو مہبعد But hawks will rob the tenderjoys, That bless the little lint white's nest, And frost will blight the fairest flowers, $ * And love Wi break the soundest rest, 釜 芬 爱 As in the bosom o' the stream, The moon-beam dwells at dewy c'en, So trembling, pure was tender love, Within the breast o' bonnie Jean. And now she works her mammie's work, And aye she sighs with care and pain, Ye wist na what her all might be, Or what wad ruake her weel again. Burns. বিমল কিজন্য সেই অপরূপ পরিচ্ছদে মুঙ্গের যাত্রা করিরছিলেন, জানিতে পাঠক মহাশয় উৎসুক হইবেন, কিন্তু সে কথা বলিতে হইলে আমাদের তাহারও পূৰ্ব্বকথা লইয়া আরম্ভ করিতে হয় । সুতরাং ইন্দ্রনাথ যে আশ্রমে সরলাকে রাখিয়া আসিরাছিলেন, সেই অtশ্রমের কথা লইয়। আমরা আরস্ত করিব । আমরা পূৰ্ব্বেই বলিয়াছি ইচ্ছামতীতীরস্থ মহেশ্বরমন্দিরের অনতিদূরে একটী ক্ষুদ্র গ্রাম ছিল। মন্দিরের মহান্ত প্রায়ই দেবালয়ে থাকে, কিন্তু চন্দ্রশেখর মধ্যে মধ্যে এই পল্লীগ্রামে আসিয়৷ বাস করিতে ভালবাসিতেন । দেবালয়ের মহান্ত সচরাচর যেরূপ স্বার্থপর ও বিযয়লুব্ধ হইয়া থাকেন, চন্দ্রশেখর সেরূপ ছিলেন না । তিনি অতিশয় নিৰ্ম্মলচরিত্র ছিলেন, ও অনেক অনাথ ব্রাহ্মণ ও ব্রাহ্মণকন্যাকে এই পল্লীগ্রামে রাখিয়া ভ্রাতাভগ্নীর মত ব্যবহার করিতেন । দেবালয়ের কার্য্য অন্যান্য বিশ্বস্ত পূজকের হস্তে সমর্পণ করিয়া চন্দ্রশেখর আপন আশ্রিত কয়েক ঘর লোক লইয়। এই গ্রামে মহাদেব উপাসনা করিতে ভালবাসিতেন, আবার তুম্বাবশ্যক হইলে স্বয়ংও মহেশ্বরমন্দিরে কার্য্য করিতেন। কমলানামী একটী অনাথ কন্যাকে আপন কন্য। বলিয়া গৃহে রাখিরা লালনপালন করিতেন। কমলা রহস্ত করিয়া এই গ্রামকে আশ্রম বা বনাশ্রম বলিত, সেই অবধি সকলেই ইহাকে বনাশ্রম বলিত। আমরাও তাছাই বলিব । তাধুন। এই স্থানে একটা বৃহৎ গ্রাম হইয়াছে তাহার নাম বনগ্রাম । চন্দ্রশেখর যেরূপ নিৰ্ম্মলচরিত্র