পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Հ বঙ্গ ভাষীর ইতিহাস । পাদ্য অর্ঘ্য নিয়া, পথে দাড়াইয়া, তাছয়ে পিতার পিতা। ভয়ে ভঙ্গ দিয়1, গেল পলাইয়া, শুনিএ ভবিষ্য কথা ॥ কহ বিদ্যাপতি, পিতা না জনমিতে, পুত্রের প্রতাপ এত । না জানি ইহার, পিত। জনমিলে, প্রতাপ বাঢ়িত কত ॥ (বিদ্যাপতির সময়েই চণ্ডিদাসের কবিত্বশক্তি জ্যোতি বঙ্গভূমে প্রতিভাতিত হইয়াছিল। নামুর গ্রামে তিনি বাস করিতেন , এই গ্রাম জেলা বীরভূমি সংক্রান্ত সব ডিবিজন সাকুল্পীপুরের পূর্বদিকে অব্যবহিত নৈকট্যে অবস্থিত। তিনি জাতিতে ব্রাহ্মণ ছিলেন । ৫ বড়, ” উহার উপাধি ছিল । নানুরগ্রামে “বাশুল”

  • নরহরি দাসের ভণিতায় এইরূপ go ཐོ་མཱ:
  • জয় জয় চfণ্ডদাস দয়াময় মণ্ডিত সকল গুণে । অনুপম র্যার যশ রসায়ণ গাওত জগত জনে । বিপ্রকুলে ভুপ ভুবনে পুচিত অতুল আনন্দ দাতা । র্যার অসু মন রঞ্জন নাজানি কি দিয়া কfরল ধাত; }" + চণ্ডদাস নিজ কবিতায় এইরূপ লিখিয়াছেন :“ধৈরজ নাহিক জায় । বসুধিদাল গায় ৷”