পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ァ বঙ্গ ভাযার ইতিহাস । চরিতাম্ব ত প্রভৃতি যে সকল প্রাচীন গ্রন্থ অামাদিগের নয়ন-মুকুরে প্রতিবিধি ত হইতেছে, তাহার অধিকাংশই উক্ত সাম্প্রদায়িক ব্যক্তিগণ দ্বারা রচিত বলিয়া স্পট প্রতীয়মান হয়। যাহা হউক, বৃন্দাবন দাসাদির পর ১৫৬৪ খৃঃ অব্দে প্রজাসুখ সম্বৰ্দ্ধক সমাট আকবরের সময়ে কৃষ্ণদাস কবিরাজ নামক এক ব্যক্তি বর্তমান ছিলেন। তিনি “চৈতন্যচরিতামৃত” নামক গ্রন্থের রচয়িতা। এই গ্রন্থে ৬৮ খনি সংস্কৃত গ্রন্থোদ্ধত শ্লোকাবলি ও অন্যান্য উপপুরাণ সমুহের অনেক বচন ও কবি তাদি দেখা যায় । এই পুস্তকে চৈতন্য দেবের আদি, মধ্য, ও অন্তলীলা সুবিস্ত তরূপে বর্ণিত হইয়াছে। গ্রন্থকার নিজেই স্বীকার করিয়াছেন যে, তিনি গৌরাঙ্গ-সহচর রঘুনাথ দাসের শিষ্য ছিলেন। কৃষ্ণদাস কবিরাজ -রচিত আর একখানি গ্রন্থ এখনও বৰ্ত্তমান আছে । তাহর নাম 66ভক্ত মাল” । ভক্তম'লে প্রয় ৪১ খানি সংস্কৃত গ্রন্থের শ্লোক দৃষ্ট হয় ; এতদ্ভিন্ন অনেকানেক পুরাণাদিরও নামেল্লেখ আছে।