পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । । సిసి এই গ্রন্থে নাভtঞ্জীর নামক পুস্তকের আভাস লইয়া, সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি, যুগচতুষ্টয়ে প্রাচুভূত বিষ্ণুভক্তদিগের জীবন-চরিত পরিকীৰ্ত্তিত হইয়াছে। ভক্তমাল কৃষ্ণদাসের বৃদ্ধাবস্থার রচনা। নিম্নে চৈতন্য-চরিতাম্বতের একটা अ६° उक्लङ झ्हेल। ७३ बझनाम्न श्रृक्षबडौं রচনাবলি অপেক্ষ অলপ হিন্দী শব্দের ব্যবহার দেখা যায় ।

    • डाiलिलौल ग झालील ठानुलील मांज्ञ । এবে মধ্যলীলা কিছু করিয়ে বিস্তার ॥ অষ্টাদশ বর্ষ কেবল নীলাচলে স্থিতি । আপনি আচরি জীবে শিক্ষাইল ভক্তি ॥

তার মধ্যে ছয় বৎসর ভক্তগণ সঙ্গে । প্রেম ভক্তি প্রবর্ভাইল মৃত্যগীত রঙ্গে ॥ fনতাfনন্দ গোসাঞিরে পাঠাইল গৌড়দেশ । তি:ইঃ গৌড়দেশে ভাসাইল প্রেমরসে। সহজেই নিত্যানন্দ কৃষ্ণ প্রেমোদাম । প্রভু আজ্ঞায় কৈল যাহা তাহ প্রেমদান । র্তাহার চরণে মোর কোটি নমস্কার। চৈতন্যের প্রিয় যিহে লওয়াইল সংসার ।