পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভtষর ইতিহাস । כא כל চৈতন্য গোসাঞি যারে বলে বড় ভাই । তিঙ্গে কহে মোর প্রভু চৈতন্য গোসাঞি ” চৈতন্য-চরিতাস্থত রচনার পর কৃত্তিবাসের রামায়ণ প্রচারিত হয়। প্রকৃত গুণ ধরিয়া বিবেচনা করিলে কৃত্তিবাস বঙ্গদেশের প্রথম কবি । উtহার পূর্ববৰ্ত্তী কবিগণ নানা ভাব-পরিপূরিত সুদীর্ঘ গ্রন্থ প্রায় কেহই রচনা করিয়া যান নাই। রামায়ণ পাঠে অবগতি হয় যে, কৃত্তিবাস নদীয়া জেলার অন্তঃপাতি শান্তিপুরের সন্নিকটে ফুলিয়া গ্রামে বাস করিতেন । তাহার ব্রাহ্মণ কুলে জন্ম । তিনি কিষ্কিন্ধ্যাকাণ্ডের এক স্থলে “কৃত্তিবাস পণ্ডিত মুরারি ওঝার নীতি” বলিয়। আত্ম পরিচয় দিয়াছেন। কৃত্তিবাস কোন সময়ে জন্মগ্রহণ করিয়াছেন, তাহা জ্ঞাত হইবার উপায় নাই। কিন্তু কৃষ্ণদাস কবিরাজ-রচিত চৈতন্য • “ ফুলিয়ার কৰিল গায় হৰাভাণ্ড রাব৭েরে মজাইতে বিধাতার কা গু ॥" রামায়ণ, তার ৭্যকা গু | + “ ब्रांभ मद्रwप्न भूनि, यांन श्वशदांन । রচিল অরণ্যকা ও দ্বিজ কৃত্তিৰাস ॥" রামায়ণ, অরণ্যকাণ্ড ।