পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8 বঙ্গ ভাষার ইতিহাস। রচনাতেও প্রহেলিকা দেখা যায়,অতএব আমরা চক্ৰ ত্ৰী কবিকে উপরোক্ত প্রশংসা প্রদান করিতে কুষ্ঠিত হই। o চণ্ডীর পর কোলিকামঙ্গল” নামক গ্রন্থ রচিত হয়। প্রাণরাম চক্রান্তী ইহার প্রণেত । এ ব্যক্তি কে ? কোথায় জন্ম ? তাহ অবগত হইবার কিছু মাত্র উপায় নাই। কালিকামঙ্গলে বিদ্যাসুন্দরের উপাখ্যন বর্ণিত হইয়াছে। বিদ্যাসুন্দর গ্রন্থ কোন বঙ্গীয় কবির মনঃকপিত নহে । রাজা বিক্রমাদিত্যের একজন সভাসদ বররুচি-বিরচিত সংস্কৃত গ্রন্থের ভাব গ্রহণ করিয়া প্রাণরাম চক্রবত্তীর্ণ প্রথমতঃ উল্লা রচনা করেন। তৎপরে পুনরায় প্রথমোক্ত গ্রন্থ হইতে বিখ্যাত রামপ্রসাদ সেন বিদ্যাসুন্দর লিখেন । মুলের সহিত এই দুই গ্রন্থের অনেক সাদৃশ্য আছে। পরিশেষে উক্ত প্রসাদী বিষয় অবলম্বন করিয়া বঙ্গ কবিকুল-শেখর ভারতচন্দ্র রায় বৰ্ত্ত মান প্রচলিত বিদ্যাসুন্দর রচনা করেন । কিন্তু তিনি ফুলের প্রতি বড় দৃষ্টি