পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । ২৫ রাখেন নাই। তিনি যে ধূয়া প্রণালী অবলম্বন করিয়া কাব্য প্রণয়ন করিয়া গিয়াছেন, উহ। প্রথমতঃ প্রাণরামচক্রবর্তী কর্তৃক উদ্ভাবিত হইয়াছে। কালিকামঙ্গলের পর কাশীরামদাসের মহাভারত প্রচারিত হয়। এই গ্রন্থ প্রায় দুইশত ংসর হইল রচিত হইয়াছে। গ্রন্থকর্তা বঙ্গভূমে কাশীদাস নামে বিখ্যাত, কিন্তু ভণিত দ্বারা জ্ঞাত হওয়া যায় যে, উtহার প্রকৃত উপাধি দেব। এই বাক্যের সত্যতা প্রমাণার্থ মহাভারত হইতে দুইটা পংক্তি উদ্ধত হইল। যথা :– “ চন্দ্রচূডপদ য় করিয়া ভাবনা, কাশীরাম দেবে করে পয়ার রচনা ।” যদি উtহার ... দেব গু উপাধি ন হইত, তাহা হইলে কখনই নামের পরে ঐ পদবীটী ংলগ্ন করিতে পারিতেন না। র্তাহীর রচনাপাঠে অবগতি হইতেছে যে, তিনি ইন্দ্রাণীনামী স্থানের অন্তৰ্ব্বত্তীর্ণ সিদ্ধগ্রামে বসতি করিতেন । ইন্দ্রাণী হুগলী জেলার মধ্যস্থিত । তাহার পিতার १ी