পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । २१ রণের প্রতিবাদী। কিন্তু উভয় দলই নিজ নিজ পক্ষসমর্থন জন্য অনেক প্রমাণ দিয়া থাকেন । দুঃখের বিষয় যে,তাহাদিগের কোন সম্প্রদায়ের কথা সত্য, তাহা জানিবার উপায় নাই । যে মহাত্মার লেখনী সহস্রাধিক পত্রাঙ্কবিশিষ্ট এক মহা কাব্য রচনা করিয়া বঙ্গ-সাহিত্য সমাজের এত শ্ৰীবৃদ্ধি সাধন করিয়াছেন ; যে মহাজন সংস্ব তানভিজ্ঞ ভারতামৃতপিপাসী বাঙ্গালিগণের ঔৎসুক্য-পিপাসা দূর করিয়াছেন ; যে পণ্ডিতবরের কাব্য অবলম্বন করিয়া সহস্ৰ সহস্র গায়ক ও মুদ্রাঙ্কণকারীগণ বহুল ধন অর্জন করিয়া নিজ নিজ পরিবারের ভরণপোষণ করিতেছে, পরিতাপের বিষয় ! সেই মহদ্ব্যক্তির প্রকৃত জীবনী অামীদিগের অবগত হইবার উপায় নাই। কাশীদাসী মহাভারত এক্ষণে দুষ্পাপ্য নহে, সুতরাং তাহা হইতে এস্থলে কোন বিষয় গৃহীত হইল না, কিন্তু তাহাতেও রামায়ণের ন্যায় অনেক স্থান পরিবর্তিত ও সংযোজিত হইয়াছে ।