পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । , \לכ লেখনীর প্রভাবে পরে যে অক্ষয় খ্যাতি লাভ করিয়া গিয়াছেন, সহস্ৰ সহস্র অথর্ণ ও লোকবল সহায়সস্তুত বিলাস দ্রব্য দ্বারা নশ্বর ইন্দ্রিয় সকল চরিতার্থ করিয়াও ধনিগণ সেই অবিনশ্বর খ্যাতির শতাংশের একাংশেরও অধিকারী হইবার উপযুক্ত নহেন। কবিরঞ্জনের সমকালে আজু গোসাঞী নামক এক ব্যক্তি বৰ্ত্তমান ছিলেন । র্তাহীর জীবনী অত্যন্ত অপরিজ্ঞেয়। অনেকে অনুমান দ্বারা স্থির করিয়াছেন যে, কুমারহট্টের নিকটেই তাহার বাসস্থান ছিল। যখন কাব্যপ্রিয় রাজা কৃষ্ণচন্দ্র ঐ স্থানে বায়ু সেবনাৰ্থ গমন করিতেন, কথিত হইয়াছে, কবিরঞ্জন রামপ্রসাদ সেন তখন রাজ সমীপে থাকিতেন । এই সময়ে আজু গোসাঞী ও রামপ্রসাদের কবিতা দ্বারা উত্তর প্রত্যুত্তর হইত। রামপ্রসাদ যে কোন বিষয় রচনা করিতেন, আজু গোসাঞী দ্বারা তৎক্ষণাৎ একটা তাহার উত্তর প্রস্তুত হইত। তাহার দ্রুত রচনার বিশেষ ক্ষমতা ছিল, পরিতাপের বিষয় এই যে, তৎ