পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ze বঙ্গ ভাষার ইতিহাস । ৩৭ তিরস্কার করিয়াছিলেন । তেজস্বী ভারতচন্দ্র মনোবেদনায় প্রপীড়িত হইয়া প্রতিজ্ঞা করিয়াছিলেন নে, “যতদিন আমি অর্থোপার্জন করিতে সক্ষম ন হইব, ততদিবস গৃহে প্রত্যাগমন করিব না ।” এইরূপ প্রতিজ্ঞাবদ্ধ হইয়। তিনি প্রথমতঃ হুগলী জেলার অন্তঃপাতি বঁাশবেড়িয়ার পশ্চিম দেবানন্দপুরের রামচন্দ্র মুন্সী নামক জনেক সদাশয় ধনাঢ্য কারস্থের আশ্রিত হইয়া, পারস্যভাষা শিক্ষার্থ যত্নশীল হন । এই সময়ে উাহার সংস্কৃত ও বঙ্গভাবার বিশেষ ব্যুৎপত্তি জন্মিয়াছিল। এমন কি, উৎকট উৎকৃষ্ট কলিতা সকল অত্যপে সময়মধ্যে রচনা ক— রিতে পারতেন । এই সময়েই তিনি বঙ্গ ভাষায় দুইখানি . সত্যনারায়ণের পুথি” রচনা করেন । র্ত হার জীবনবৃত্তান্ত লেখকের বর্ণনা করিয়াছেন,—এই সময়ে তাহার বয়স পঞ্চদশ বর্ষের অধিক ছিল না। যে সময়ে বঙ্গভূমির অবস্থা তাত্যন্ত মন্দ এবং এতদেশীয়গণের বিদ্যাশিক্ষার পথ অত্যন্ত পঙ্কিল থাকায়, স