পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । سی(س) ভারত কাবেfাদ্যানের বৃক্ষ সকল নানা ঝঞ্জাবাতে ছিন্ন ভিন্ন হইয়াছিল, সেই সময়ে, এত নবীন বয়সে এইরূপ বিদ্যা ও রচনাশক্তিসম্পন্ন হওয়া সামান্য আশ্চর্য্যের বিষয় নহে ! যাহাচউক, ভারতচন্দ্র পারস্য ভাষায় সম্যকরূপ ব্যুৎপত্তি লাভ করিয়া প্রায় বিংশতি বৎসর বয়সে পুনর্বার জন্মভূমিতে প্রত্যাগত হইয়াছিলেন। তথায় তাহার ভাতৃবর্গকর্তৃক অনুরুদ্ধ হইয়া, পিতৃকৃত ইজারা ভূমি সমূহের গোলযোগ নিষ্পত্তি করণtথ মোক্তারী পদগ্রহণ পূৰ্ব্বক বৰ্দ্ধমানে যাত্রা করেন। সেই কার্য্য তৎ কর্তৃক অতি সুচারুরূপে সম্পাদিত হইয়াছিল। কিন্তু । ভ্রাতৃগণ উপযুক্ত সময়ে রাজস্ব প্রেরণে সক্ষম । না হওয়াতে বৰ্দ্ধমানাধিপ সেই সকল ভূসম্পত্তি । নিজ প্রভুত্বাধীন করিয়া লইলেন। ভারতচন্দ্র তাহাতে আপত্তি উথাপন করিলে, দুষ্টমতি রাজকৰ্ম্মচারিগণ চক্রান্ত করিয়া তাহাকে কারারূদ্ধ করে । কিন্তু দয়া-ধৰ্ম্ম-প্রিয় কারাধ্যক্ষ র্তাহাকে গোপনে নিস্কৃতি প্রদান করেন । ভারত