পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । \55 চন্দ্র এইরূপ অনুগৃহীত হইয়া তথা হইতে কটক যাত্রা করেন। তখন কটক মহারাষ্ট্ৰীয়fদগের অধিকার ভুক্ত ছিল,এবং শিবভট্ট নামক একজন সদাশয় ব্যক্তি সেই স্থানের সুবাদার ছিলেন । তিনি অনুগ্রহ করিয়া ভারতচন্দ্রকে আশ্রয় দান পূর্বক পুরুষোত্তম ধামে বাসকরণোপযোগী সমুদায় দ্রব্য প্রদানার্থ কৰ্ম্মচারীদিগকে আদেশ প্রদান করেন । ভারতচন্দ্র কিয়দিবস পরে বৃন্দাবন গমনাভিলাষে পুরুষোত্তম হইতে বহির্গত হইলেন, কিন্তু খানাকুল কৃষ্ণনগরে উপস্থিত হইলে তাহার उांज्जज्ञांडांशे उनौञ्च ऐवज्ञांश उाद झर्भन दज्ञङ, অনেক প্রকার প্রবোধ বাক্য দ্বারা তাহার মনোভাব পরিবর্তন করিলেন। সুতরাং | বৃন্দাবন যাত্রা স্থগিত হইল, এবং কিছুকাল শ্বশুরালয়ে অতিবাহিত করিলেন । অতঃপর তিনি ফরাসী গবর্ণমেণ্টের দেওয়ান বাবু ইন্দ্রনারায়ণ চৌধুরী মহাশয়ের সাহায্যে নব দ্বীপাধিপতি সুবিখ্যাত কৃষ্ণচন্দ্র রায়ের নিকট পরিচিত হন। রাজ কৃষ্ণচন্দ্র কাব্যপ্রিয়তাগুণে }