পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ o বঙ্গ ভাষার ইতিহাস । অদ্বিতীয় ছিলেন, সুতরাং উহার নিকট গুণ - কর ভারতচন্দ্রের ন্যায় সুকবির কখনো 1ক rর হুইবার সম্ভাবনা ? কখনই নহে। রাজা উাহার কবিত্বগুণে মোহিত হইয়া “গুণাকর” উৎসাহে ভারতচন্দ্র প্রথমত অন্নদামঙ্গল রচনায় প্রবৃত্ত য়েন এবং তাহার কিছুকাল পরে বিদ্যাসুন্দর রচিত হয় । অনেকে কহিয়া থাকেন, ভারতচন্দ্ৰ বৰ্দ্ধমানাধিপের পূর্বকৃত অত্যাচার স্মৃত হইতে পারেন নাই, তজ্জন্যই তিনি উক্ত রাজবংশের গ্লানি-সুচক বিষয় অবলম্বন করত বিদ্যাসুন্দর রচনা করেন। একথা নিতান্ত অপ্রামাণিক নহে,কবিবরের জীবনী ও বিদ্যাসুন্দর মনোনিবেশ পূর্বক পাঠ করিলে অনায়াসেই সেই ভাব উপলব্ধি হয়। কিন্তু ইহা যে পূর্ববর্ণিত iংস্কৃত গ্রন্থের আভাস লইয়া রচিত হইয়াছে, তদ্বিষয়ে কেহ দ্বিরুক্তি করিতে পারিবেন না । বিদ্যাসুন্দর রচনার পর ভারতচন্দ্র রসমঞ্জরী বি