পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बछ डांबांब्र इंडिझांन । gNe দয়গণকেও আহ্বাদের সহিত নিধুবাবুর টপ। শ্রবণ করিতে দেখা যায় । তিনি ১২৪৫ সালে ৯৭ বৎসর বয়সে তনু ত্যাগ করেন। সঙ্গীত ভিন্ন তাহার প্রণীত অন্য কোন গ্রন্থ আমাদিগের নয়নগোচর হয় না, রামনিধি গুপ্ত জীবিত্ত থাকিতে থাকিতেই মদনমোহন তকৰ্ণলঙ্কারের রচন-কুসুম প্রস্ফুটিত হইয়াছিল। এই মহোদয় ১২২২ সালে জন্মগ্রহণ করেন, র্তাহার পিতার নাম রামধন চট্টোপাধ্যায়, পিতামহের নাম কৃষ্ণকিশোর চট্টোপাধ্যায়। নদীয়ার অন্তৰ্ব্বত্তীর্ণ বিলুগ্রামে ডাহার পূর্ব পুরুষের বাসস্থান ছিল। তিনি বাল্যকালে প্রথমতঃ গ্রাম্য পাঠশালায় অধ্যয়ন করিয়া রামদাস ন্যায়রত্ব সমীপে সংস্কৃত ব্যাকরণ পড়িতে আরম্ভ করেন। তৎপরে কলিকাতাস্থ সংস্কৃত কলেজে ১৫ বৎসর অধ্যয়ন করিয়া সংস্কৃত সাহিত্যে বিশেষ পারদর্শী হন । কালেজ পরিত্যাগের সময় অধ্যক্ষের। র্তাহাকে তর্কালঙ্কার উপাধি প্রদান করিয়াছিলেন। ইংরাজি ভাষায়ও উtহার ব্যুৎপত্তি ছিল।