পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । 8t শালায় ১৫ টাকা বেতনে শিক্ষকতা কার্য্যে নিযুক্ত হইয়াছিলেন। তৎপরে ২৫ টাকা বেতনে বারাসত ইংরাজী-বঙ্গ-বিদ্যালয়ের পণ্ডিত হন। কিছু দিন "ಡ್ಯ সে স্থান পরিত্যাগ করিয়া কলিকাতা ফোর্ট উইলিয়ম কলেজের দেশীয়ভাষার অধ্যাপকের পদে নিযুক্ত হইয়াছিলেন। অনন্তর ৫০ টাকা বেতনে কৃষ্ণনগর কলেজের প্রধান পণ্ডিতের আসন গ্রহণ করেন। কিছুকাল পরে সেস্থান হইতে পুনর্বার কলিকাতা সংস্কৃত কালেজের সাহিত্যাধ্যাপক হন। এই সময়ে বালক বালিকার পাঠ্য পুস্তকের অভাব দেখিয়া তিনি ক্রমান্বয়ে তিন ভাগ শিশুশিক্ষা প্রণয়ন করেন। ইহার পূৰ্ব্বে বালকবালিকাগণের প্রথম পাঠোপযুক্ত সুপ্রণালীবদ্ধ গ্রন্থ প্রায় ছিল না, তকর্ণলঙ্কার মহাশয় তাহার প্রথম অভাব মোচন করেন। র্তাহার পুস্তকের আদর্শ লইয়া এখন অনেকেই উক্তবিধ গ্রন্থ সকল প্রণয়ন করিতেছেন ও করিয়াছেন। যাহtহউক, তিনি কখনো একস্থানে দীর্ঘকাল কাৰ্য্য করেন