পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ বঙ্গ ভাষার ইতিহাস । মিত্রলাভ, সুহৃদ্ভেদ, বিগ্রহ,ও সন্ধি এই চারিট বিষয় অবলম্বন করত ঐ গ্রন্থ রচনা করেন। ইহার রচনাপ্রণালী সরল ; দুৰ্ব্বোধ স্থান প্রায়ই নয়নগোচর হয় না। ঐ গ্রন্থ র্তাহার স্বত্যুর পর ১২৬৭ সালের ১১ই চৈত্রে তদীয় ভ্রাতা শ্ৰেযুক্ত রামচন্দ্র গুপ্ত (যিনি বর্তমান প্রভাকর সম্পাদক) কর্তৃক প্রকাশিত হইয়াছে। এতদ্ভিন্ন “বোধেন্দুবিকাশ” ও “কলিনাটকগুনামধেয় দুইখানি গ্রন্থের রচনা আরম্ভ করিয়াই জীব-লীলা সম্বরণ করেন। ১২৭২ সালে প্রথমোক্ত পুস্তকখানির তিন অঙ্ক মাত্র প্রচারিত হয় । তাহ প্রবোধচন্দ্রোদয়নাটকের আভাস লইয়া রচিত । তাহার অধিকাংশ স্থানই হাস্যরসে পরিপূর্ণ গুপ্ত মহাশয় হাস্যরস বর্ণনায় বিশেষ ক্ষমতা দেখাইয়া গিয়াছেন। এতদ্ভিন্ন তিনি কতশত হাস্যোদীপক সঙ্গীত ও নানা বিষয়িণী কবিতা-মালা রচনা করিয়াছেন, তাহার ইয়ত্ত করা যায় না । ১২৬৫ সালের ১০ই মাঘে তিনি এই সকল অক্ষয় কীৰ্ত্তি স্থাপন করত, ইহলোক পরিত্যাগ