পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शन्न उठांशांज्ञ हैडिशांम । &6. ভারতচন্দ্রাদি কবিকুলের কখনই অনাদর হইবে न । यउझे दिलांझ डेब्रङि ङ्हे८व, गङई cम*ौञ्चগণ সত্যতার উচ্চাসনে স্থান পাইবেন, বঙ্গীয় প্রাচীন রচয়িতৃগণের যশোকান্তি ততই বৃদ্ধি হইতে থাকিবে। এস্থলে শ্রীরামপুরস্থ মিসনরিগণ ও কলিকাতাস্থ স্কুল বুক সোসাইট, এবং তত্ত্ববোধিনী সভার বিষয়ও নিতান্ত নিস্ফলে কথিত হইবে ন। ১৭৯৯ খৃঃ অব্দের অক্টোবর মাসে একদল প্রোটেষ্টাণ্ট মিসনরি এতদ্দেশে আগমন করিয়া স্ত্রীরামপুরে অবস্থিতি করেন। ডাক্তার মাসমান ও মাষ্টার ওয়ার্ড তাহাদিগের প্রধান নায়ক ছিলেন । মহা মান্য কেরি উহাদিগের প্রায় ছয় বৎসর পূর্বে ভারতবর্ষে আগমন করত মালদহ জেলায় বাস করেন। এই সময়ে তিনি শ্রীরামপুরস্থ মিসনরিদিগের সহিত মিলিত হন। যদিও খৃষ্টধৰ্ম্ম প্রচার করা এই মহোদয়দিগের মুখ্য উদ্দেশ্য, তথাচ তাহার এই দেশবাসিগণের অবস্থা ও ভাষার উন্নতি সাধনে বিশেষ