পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । \O তদ্বিষয়ে কিছুমাত্র সন্দেহ নাই। যে হেতু আমরা সাধারণত দেখিতে পাই যে, শৈশবাব স্থায় মনুষ্যের একরূপ আন্তরিক ভাব থাকে, যৌবন কাল উপস্থিত হইলে তাহা পরিবর্তিত হয়, আবার যৌবন কাল উত্তীর্ণ হইয়া গেলে, প্রৌঢ়ে পদাপণ সময়ে মনোবৃত্তি সকল অন্যভাব ধারণ করে, এবং বৃদ্ধাবস্থায়ও সেইরূপ পরিবর্তনের নিয়ম আছে। মনুষ্যের মনোবৃত্তি সকল পরিবৰ্ত্তনের সহিত অবস্থা, রীতি, নীতি, আচার, ব্যবহার সমুদায় পরিবর্তিত হইতে থাকে। প্রাচীন কালের ইতিবৃত্তগ্রন্থ সকল পর্যালোচনা দ্বারা জ্ঞাত হওয়া যায় যে, যখন একটা জাতির রীতি নীহ্যাদি সংস্কৃত হইতে আরম্ভ হয়, তখন তাহার সঙ্গে সঙ্গে ভাষাও পরিবর্তিত ও পরিমার্জিত হইতে থাকে, ইহার উদাহরণ স্বরূপ ইংরাজজাতি ও র্তাহাদিগের ভাষার প্রতি মনোনিবেশ করিলে অনায়াসেই উপলব্ধি হইতে পারিবে। এতদ্বারা স্পষ্টই বুঝ যাইতেছে যে, আমাদিগের ভাষা অন্য কোন