পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস। ¢ጫ ক্লাতাস্থ ফোর্ট উইলিয়ম কলেজের এক জন শিক্ষক ছিলেন। তিনি প্রতাপাদিত্যের বংশো. gব। বিজ্ঞান ও সাহিত্য শাস্ত্রে তাহার বিশেষ tান ছিল, কিন্তু তল্লিখিত গ্রন্থের রচনা মত্যন্ত জঘন্য। সেই পুস্তক তৎকালে বিদ্যালয়nমূহের প্রধান পাঠ্য পুস্তক ছিল । সাধারণের দর্শনার্থ উক্ত গ্রন্থের কিয়দংশ এ স্থলে উদ্ধত হইল ঃ— “ইহা ছাড়াইলে পুরির আরম্ভ। পূৰে সিংহদ্বার সুরির তিনভিতে উত্তর পশ্চিম দঙ্গিণ ভাগে সারিসারি क्लष তিন দালান তাহাতে পশুগণের রহিবার স্থল । উত্তর দালানে সমস্ত দুগ্ধবতী গাভীগণ থাকে দক্ষিণ ভাগে ঘোড়া ও গাধীগণ পশ্চিমের দালানে হাতি ও উঠ তাহাদের সাতে সাতে অণর অণর অনেক অনেক পশুগণ । এক পোয় দীর্ঘ প্রস্থ নিজপূরী। তার চারিদিগে প্রস্তরে রচিত দেয়াল। পূবেরদিগে সিংহদ্বার তাহার Iাহির ভাগে পেট কাট দরজা । শোভাকর দ্বার মতি উচ্চ অামারি সহিৎ হস্তি বরাবর যাইতে পারে। |ারের উপর এক স্থান তাহার নাম নওবৎ-খানা চাহাতে অনেক অনেক প্রকার জন্ত্র দিব রাত্রি সময়ানুচমে জন্ত্রিরা বাদ্যন্ধনি করে।”