পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tvo বঙ্গ ভাষার ইতিহাস । তৎপরে কেরি সাহেব স্বয়ং বঙ্গভাষার ব্যাকরণ ও কথাবলি নামক দুইখানি পুস্তক প্রচার করেন । ১৮৯৪ খৃঃ অব্দে তাঁহার দ্বারা মহানগরী কলিকাতায় কৃষি-বিদ্যা সমালোচক নামক একটা সমাজ স্থাপিত হয়। ইহার দ্বারা বঙ্গদেশের অনেক উপকার হইয়াছে। পূর্বে এই সভা হইতে বঙ্গভাষায় একখানি পত্রিকা প্রচারিত झ्हेउ । w অতঃপর কেরির জ্যেষ্ট পুত্র ফিলিপ কেরি “রটিস দেশের বিবরণগু নানক একখানি গ্রন্থ প্রণয়ন করেন। ১৮১৭ খৃষ্টাব্দের এপ্রেল মাসে কয়েক জন ইংরাজ ও দেশীয় মহোদয় দ্বার স্কুলবুক সোসাইট নাম্নী সভা স্থাপিত হয়। অলপ মূল্যে উৎকৃষ্ট পুস্তক প্রচার করাই উক্ত সভার উদ্দেশ্য। ১৮৬২ খৃঃ অব্দে বর্ণাকিউলার লিটারেচর সোসাইট অর্থাৎ বঙ্গীয় সহিত্য সভা ইহার সহিত সংযোজিত হয়। উক্ত সোসাইটার দ্বারা উৎসাহিত হইয়।