পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ বঙ্গ ভাষার ইতিহাস। কোন বাঙ্গাল পুস্তক যন্ত্রারূঢ় হয় নাই। সেই গ্রন্থ প্রথমতঃ হুগলিতে যঞ্জি ত হইয়াছিল । মহোদয় হলহেড সাহেবের পূর্বে বাঙ্গালা ভাযায় কোন ব্যাকরণ রচিত হইয়াছিল কি না, তাহার কোন বিশেষ প্রমাণ নাই । সুতরাং র্তাহাকেই বঙ্গভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা বলিয়া নির্দেশ করা যাইতে পারে। অবশ্যস্মরণীয় চারল্স উইলকিন্স মহাশয়, হলহেড সাহেবের একজন বন্ধু ছিলেন। তাহার ও বঙ্গ ভাষায় বিশেষ জ্ঞান ছিল। তিনি অতি উৎকৃষ্ট শিলপী ছিলেন । র্তাহার গুরুতর পরিশ্রম ও সুতীক্ষু বুদ্ধিপ্রভাবে বঙ্গভাষায় খোদিত অক্ষর প্রথম ঢালাই হয়। যদিও সেই সকল বর্ণমালা সুছাদ রূপে খোদিত হয় নাই বটে, তথাচ সেই অজ্ঞানতিমিরাচ্ছন্ন সময়ে, কেবল মাত্র নিজ বুদ্ধি ও শারীরিক পরিশ্রম সহায়ে যে তিনি এক সাট অক্ষর প্রস্তুত করিতে পারিয়াছিলেন, তাহাই তাহার পরোপকারিতা ও মহানুভাবিত গুণের পরিচয় দিতেছে । এবং তজ্জ i্য তিনি শত